ইরান ও পাকিস্তান রোববার (৪ আগষ্ট) ইসলামাবাদে এক বৈঠকের পর ১২টি সহযোগিতা চুক্তি সই করেছে। বিজ্ঞান-প্রযুক্তি, পরিবহন-ট্রানজিট, বাণিজ্য-অর্থনীতি, পর্যটন এবং কৃষিসহ বিভিন্ন খাতে এই চুক্তিগুলো সই করা হয়েছে।
চুক্তি সই অনুষ্ঠানে দুই দেশের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই অনুষ্ঠানে অংশ নেন।
এই চুক্তিগুলোর মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে বিচার ও আইনগত বিষয়, শিল্পখাতের সহযোগিতা, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং আঞ্চলিক সংহতির মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে কাজ করার ভিত্তি গড়ে তোলা হয়েছে।
চুক্তিগুলো জ্ঞান বিনিময়, বাণিজ্যিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি প্রতিবেশী দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক জোরদারে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান শনিবার (২ আগষ্ট) একটি উচ্চপর্যায়ের রাজনৈতিক-অর্থনৈতিক প্রতিনিধিদলের নেতৃত্বে ইসলামাবাদে পৌঁছান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।