Sunday 31 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সূচকের পতনে ডিএসই-তে লেনদেন চলছে

সিনিয়র করেসপন্ডেন্ট
৪ আগস্ট ২০২৫ ১৩:৩৫ | আপডেট: ৪ আগস্ট ২০২৫ ১৩:৪০

ঢাকা স্টক এক্সচেঞ্জ -(ছবি : সংগৃহীত)

ঢাকা: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এ সূচকের নেতিবাচক প্রবণতায় চলছে লেনদেন। লেনদেন শুরুর প্রথম তিন ঘণ্টায় ১৬৮টি কোম্পানির শেয়ারদর বেড়েছে। আর কমেছে ১৬৬টি কোম্পানির দর। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৬৩৬ কোটি টাকার বেশি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (০৪ আগস্ট) ডিএসই’র লেনদেন শুরুর তিন ঘণ্টা পর অর্থাৎ বেলা ১টা পর্যন্ত পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স ২৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৫০৯ পয়েন্টে। এছাড়া শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৪ দশমিক ৫৩ পয়েন্ট কমেছে। আর ‘ডিএস-৩০’সূচক ১২ পয়েন্ট ২১৩৮ পয়েন্টে অবস্থান করছে।

বিজ্ঞাপন

এ সময়ে ডিএসই-তে মোট ৬৩৬ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৬৮টির, কমেছে ১৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৬০ কোম্পানির শেয়ারদর।

সারাবাংলা/একে/আরএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর