Saturday 13 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক নারী কাউন্সিলরসহ আ.লীগের ১১ নেতাকর্মী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
৪ আগস্ট ২০২৫ ১৩:৩২ | আপডেট: ৪ আগস্ট ২০২৫ ১৪:০৭

গ্রেফতার ১১ আসামি।

ঢাকা: রাজধানীতে অভিযান চালিয়ে সাবেক নারী ওয়ার্ড কাউন্সিলর সুলতানা আহমেদ লিপিসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১১ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (৪ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ সাবেক নারী ওয়ার্ড কাউন্সিলর সুলতানা আহমেদ লিপিসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ১১ নেতাকর্মী গ্রেফতার করেছে।

তালেবুর রহমান জানান, গতকাল (রোববার) কদমতলি থানা এলাকা থেকে লিপিকে গ্রেফতার করে ডিবি। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের একাধিক মামলা রয়েছে। একইদিন বিকেল সাড়ে ৫টায় মোহাম্মদপুর থানা এলাকা থেকে শাহ মুহাম্মদ সবুর হোসেন ও শাহ বিপুল খন্দকার ওরফে বদিকে গ্রেফতার করে ডিবি তেজগাঁও। এদিন কামাল পাশা চৌধুরীকে গ্রেফতার করে ডিবি সাইবার বিভাগের একটি টিম। গ্রেফতার কামাল পাশা অনলাইন আওয়ামী ব্লগার ও এক্টিভিস্ট। সাম্প্রতিক সময়ে অনলাইনে সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতা ও কর্মীদের উস্কানি দিয়ে আসছিল সে।

বিজ্ঞাপন

তিনি জানান, মো. সোহাগ মিয়া ওরফে মির্জাকে রোববার মগবাজার এলাকা থেকে গ্রেফতার করে ডিবি লালবাগ। রাজধানীর পল্লবী এলাকা থেকে অপর এক অভিযানে মো. মতলব মুন্সীকে গ্রেফতার করে ডিবি সাইবার বিভাগ। গ্রেফতার হওয়া মতলব দুইটি মামলার এজাহারভুক্ত আসামি। রোববার অপর এক অভিযানে বংশাল এলাকা থেকে সাইদুর রহমান টিটুকে গ্রেফতার করে ডিবি লালবাগ।

তিনি আরও জানান, আজ (সোমবার) রাত আড়াইটার দিকে ভাটারা থানা এলাকা থেকে মো. আরিফুল ইসলামকে গ্রেফতার করে ডিবি মতিঝিল বিভাগ। গ্রেফতার আরিফুলের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। এদিন রাত ৩টা ২০ মিনিটে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন দক্ষিণ বেগুনবাড়ি এলাকা থেকে সৈয়দ আমানউল্লা হোসেনকে গ্রেফতার করে ডিবি সাইবার দক্ষিণ বিভাগ। এরপর রাজধানীর রমনা থানা এলাকা থেকে সোমবার মো. রমিজ উদ্দিন সরকারকে গ্রেফতার করে ডিবি মতিঝিল বিভাগ এবং আইয়ুব আলী তরফদারকে গ্রেফতার করে ডিবি তেজগাঁও বিভাগ।

গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

গ্রেফতাররা হলেন- ১। ঢাকা কদমতলি থানার ৫৮, ৫৯ ও ৬০ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর সুলতানা আহমেদ লিপি (৪৬) ২। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গাইবান্ধা সদর-২ আসনের সাবেক সংসদ সদস্যের এপিএস শাহ মুহাম্মদ সবুর হোসেন (৪৮) ৩।গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার ৭ নম্বর পবনাপুর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক শাহ বিপুল খন্দকার ওরফে বদি (৪০) ৪। অনলাইন আওয়ামী লীগ ব্লগার ও এক্টিভিস্ট কামাল পাশা চৌধুরী (৬৫) ৫। কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. সোহাগ মিয়া ওরফে মির্জা (৩৩) ৬। ঢাকা ক্যান্টনমেন্ট থানা আওয়ামী লীগের বারনটেক ইউনিটের সহ-সভাপতি মো. মতলব মুন্সী (৫৫) ৭। কুমিল্লা জেলার দেবিদ্বার থানার ৪ নম্বর সুবিল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রমিজ উদ্দিন সরকার (৫৮) ৮। বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সাবেক ভাইস চেয়ারম্যান ও সারিয়াকান্দি উপজেলা যুবলীগের সভাপতি মো. আইয়ুব আলী তরফদার (৪৭) ৯। বংশাল থানা যুবলীগের সহ-সভাপতি সাইদুর রহমান টিটু (৪৮) ১০। তেজগাঁও শিল্পাঞ্চল থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আমানউল্লা হোসেন ওরফে অপু (৫৯) ১১। ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি মো. আরিফুল ইসলাম (৩৮) ।

এর আগে, গত শনিবার সকাল থেকে রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২১ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, ৫ আগস্ট ঘিরে আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা ঠেকাতে সারাদেশে বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ। নাশকতা যেন না ঘটে সেজন্য তৎপর রয়েছে আইনশৃঙ্খলাবাহিনী।

সারাবাংলা/এমএইচ/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো