Saturday 13 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মঙ্গলবার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ আগস্ট ২০২৫ ১৩:৫৪ | আপডেট: ৪ আগস্ট ২০২৫ ১৪:০০

ঢাকা: মঙ্গলবার (৫ আগস্ট) সারাদেশে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। সরকার ঘোষিত সাধারণ ছুটির দিন হিসেবে এদিন ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালন করা হবে।
এ উপলক্ষে বাংলাদেশ ব্যাংক দেশের সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের অফ-সাইট সুপারভিশন বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের ২ জুলাই প্রজ্ঞাপন অনুযায়ী ৫ আগস্ট জাতীয় ছুটি হিসেবে নির্ধারণ করা হয়েছে। অন্যান্য সরকারি অফিস-আদালতের মতোই দেশের তফসিলি ব্যাংকসমূহও এদিন বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ব্যাংকিং কার্যক্রম পরিচালনায় সংশ্লিষ্ট সবাইকে আগেভাগে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে এবং আর্থিক লেনদেন পরিকল্পনা সে অনুযায়ী নির্ধারণ করার অনুরোধ জানানো যাচ্ছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/আরএস
বিজ্ঞাপন

আরো