Saturday 13 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জে পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, যান চলাচল শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ আগস্ট ২০২৫ ১৩:৫৫

পরিবহন শ্রমিকদের কর্মবিরতিতে বন্ধ ছিল বাস চলাচল।

সুনামগঞ্জ: সুনামগঞ্জে প্রায় ১৬ ঘন্টা পর অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার করেছেন পরিবহন মালিক শ্রমিকরা।

রোববার (৪ আগস্ট) দুপুরের দিকে জেলা প্রশাসকের সম্মেলনে কক্ষে কর্মবিরতির প্রত্যাহার ঘোষণা করেন জেলা পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি সুজাউল কবির।

জানা যায়, রোববার দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, পরিবহন মালিক শ্রমিকদের সঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য শিক্ষার্থীদের পক্ষ থেকে সকলের কাছে দুঃখ প্রকাশ করেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ড. আব্দুল লতিফ।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক মেধাবী ও ভদ্র। তবে যেহেতু একটা ঘটনা ঘটে গেছে তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি এবং আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কখনও আর এমনটা করবে না বলে আশ্বস্ত করছি।’

এদিকে,এমন ঘটনা আর পুনরাবৃত্তি ঘটবে না এমন আশ্বাসে দীর্ঘ ১৬ ঘন্টা পর কর্মবিরতি প্রত্যাহার করেছেন সুনামগঞ্জের আন্দোলনরত পরিবহন মালিক শ্রমিকরা।

জেলা পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি সুজাউল কবির বলেন, ‘যেহেতু বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ দুঃখ প্রকাশ করেছেন এবং তিনি কথা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আর কোনো শিক্ষার্থী চালক কিংবা হেল্পপারদের সঙ্গে খারাপ আচরণ করবে না সেজন্য আজকে এই মুহুর্তে আমরা সকলে সিদ্ধান্তে নিয়ে অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার করে সারাদেশের সঙ্গে যান চলাচল শুরু করছি।’

উল্লেখ্য, গতকাল (রোববার) সকালে জেলার শান্তিগঞ্জ সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) অস্থায়ী ক্যাম্পাসের সামনে সুবিপ্রবি শিক্ষার্থীদের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে বাসের হেল্পার মারধরের শিকার হয়েছেন এমন অভিযোগ এনে পৌর শহরের নতুন বাস স্টেশন এলাকায় সড়ক অবরোধ করে রাখেন বাস শ্রমিকরা। পরে প্রশাসনের আশ্বাসে সেই অবরোধ তুলে নিলেও রাতে হেল্পারকে মারধর করা সেই শিক্ষার্থীদের বিচারের দাবিতে জেলার দূর পাল্লার সকল বাস বন্ধ রেখে অনির্দিষ্টনকালের জন্য কর্মবিরতি দেন পরিবহন মালিক শ্রমিকরা।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো