Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডোমারে আ.লীগের ৩ নেতাকর্মী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ আগস্ট ২০২৫ ১৪:১২ | আপডেট: ৪ আগস্ট ২০২৫ ১৪:১৫

নীলফামারী: নীলফামারীর ডোমারে আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৪ আগস্ট) দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে, আজ ভোরে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার তিনজন হলেন- চান্দখানা মাস্টারপাড়া এলাকার মৃত আব্দুল মিজিদ বসুনিয়ার ছেলে কেতকীবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম (৬৭), জোড়াবাড়ী সেক্রেটারীপাড়া এলাকার মৃত জতিন্দ্রনাথ রায়ের ছেলে ইউপি সদস্য ও ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রমেশ চন্দ্র রায় (৫৫) এবং সোনারায় ইউনিয়নের জামিরবাড়ি শ্যামের ডাঙ্গা এলাকার বিমল চন্দ্রের ছেলে ও স্বেচ্ছাসেবক লীগের ৬ নম্বর ওয়ার্ড সেক্রেটারী বিকাশ চন্দ্র (৩২)।

বিজ্ঞাপন

ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলাম বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির এমপি প্রার্থীর গাড়িতে হামলার মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।’

সারাবাংলা/ইআ

আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেফতার

বিজ্ঞাপন

ঢাকার বাতাসে স্বস্তি
১১ আগস্ট ২০২৫ ০৯:৪১

আরো

সম্পর্কিত খবর