Saturday 13 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পটুয়াখালী জেলা বিজেপির আহ্বায়ক শাওন ও সদস্য সচিব রুমী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ আগস্ট ২০২৫ ১৪:১৭

মো. শামসুদ্দোহা শাওন এবং আব্দুল্লাহ আল নাহিয়ান রুমী।

ঢাকা: বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি পটুয়াখালী জেলার আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে মো. শামসুদ্দোহা শাওনকে আহ্বায়ক ও আব্দুল্লাহ আল নাহিয়ান রুমীকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়।

রোববার (৩ আগস্ট) দিবাগত রাতে বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ এ কমিটির অনুমোদন করেন।

এ কমিটির অন্যান্য নেতারা হলেন- সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান, জুলফিকার হাসান (আসিফ), মো. রেজাউল করিম, যুগ্ম আহ্বায়ক এমএ ওয়ারেজ, ডা. সাইফুল আরেফিন, মো. হাসিবুল হাসান (হাসিব), মো. জোবায়ের হোসেন (বিজয়), মো. মানিক খাঁন, মো. সোহান মৃধা, সদস্য মো. আল-আমিন, ইঞ্জিনিয়ার মো. সাব্বির মাহমুদ, মিজান রহমান, মো. ইব্রাহিম, মো. আবু ইসহাক, মো. শাফায়েত ইসলাম (অলি), আজাদ তালুকদার (মিন্টু), মো. আরিফুজ্জামান (ডালিম), মাইনুর রহমান (প্রিন্স), মো. ইসতিয়াক আহমেদ (তামিম), মোহাম্মদ জাহিদুল, মো. মনির হোসেন, গোলাম সরোয়ার (অপু), মো. মেহেদী হাসান, মো. রাকিবুল ইসলাম শরীফ, মো. জাহিদুল ইসলাম, তুষার মিত্র (শুভ), মো. কাওসার ইসলাম, মো. লিমন, মো. ফাহাদ, মো. সাকিব, মনি, মো. বাদশা, শেখ জুয়েল, মো. নাজমুল, খাঁন হাসিবুল ইসলাম, মো. হাসান মো. হাসান বসরী, মো. মাইনুল ইসলাম, মো. বাদশা সর্দার, মো. ইমাম হোসেন, মো. সালাম মাস্টার, মো. ফকু মিয়া, মো. মোখলেসুর রহমান, মো. আবুল কালাম, কামরুল, কালাম, শাকিল, শামিম, ডিউক, জহির।

বিজ্ঞাপন

নবনির্বাচিত নেতারা বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

অন্যদিকে, নবনির্বাচিত নেতাদেরকেও দলীয় নেতাকর্মীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো