Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফ্যাসিবাদের বীজ উপড়ে রাষ্ট্রকে বদলানোই এখন প্রধান লক্ষ্য: প্রাণিসম্পদ উপদেষ্টা

স্টাফ করেসপন্ডেন্ট
৪ আগস্ট ২০২৫ ১৫:১৪ | আপডেট: ৪ আগস্ট ২০২৫ ১৫:১৯

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

ঢাকা: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘ফ্যাসিবাদের বীজ যেখানে রয়ে গেছে, সেখান থেকেই উপড়ে ফেলতে হবে। না হলে শহিদদের তালিকা শুধু দীর্ঘই হবে।’

সোমবার (৪ আগস্ট) রাজধানীর উত্তরার রবীন্দ্র সরোবরে অনুষ্ঠিত ‘মুগ্ধ মঞ্চ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জুলাই গণ-অভ্যুত্থানের বীর শহিদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের স্মৃতি সংরক্ষণের অংশ হিসেবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বাস্তবায়নে নির্মিত হয় এই মঞ্চ।

ফরিদা আখতার বলেন, ‘আমরা যখন বুঝেছি যে রাষ্ট্র নিজেই ভেঙে পড়েছে, তখন আমাদের শিশু-কিশোরেরা পথ দেখিয়েছে। ২০১৮ সালে স্কুলশিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে নেমে এসেছিল। তারাই বড় হয়ে ২০২৪-এ এসে রাষ্ট্র সংস্কারের দাবি জানিয়েছে। তারা কোনো সরকারের বিরুদ্ধে নয়, রাষ্ট্রের ভেতরের গলদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘রাষ্ট্রের যে গোড়ার দিক থেকে সমস্যা, সেটা বুঝে আমাদের সেই গোড়াকেই বদলাতে হবে। আমি অন্তর্বর্তী উপদেষ্টা হিসেবে আজকে আছি, কাল থাকবো না। কিন্তু রাষ্ট্র যদি না বদলায়, তাহলে সরকার পরিবর্তনে কিছুই বদলাবে না।’

তিনি শহিদদের স্বজনদের উদ্দেশে বলেন, ‘আপনারা যেসব অভিযোগ তুলেছেন, যেসব দাবি করেছেন, আমি সব শুনেছি। আমি শুধু আজ না, ভবিষ্যতেও এই কথাগুলো শুনতে প্রস্তুত। রাষ্ট্র পরিবর্তনের জন্য আমরা যতটুকু পারি করবো।’

‘মুগ্ধ মঞ্চ’ উদ্বোধনের প্রসঙ্গে তিনি বলেন, ‘স্নিগ্ধ যখন আমাকে মঞ্চ উদ্বোধনে আসার জন্য বলল, আমি এক মুহূর্ত দেরি না করে রাজি হয়ে গিয়েছিলাম। এটা কেবল একটি উদ্বোধন নয়, একটি শোকের বহিঃপ্রকাশ। এই মঞ্চে শহিদদের শতাধিক নাম লেখা হয়েছে। প্রত্যেকটি নাম একেকটি পরিবার ধ্বংসের প্রতীক।’

পুলিশের ভূমিকার সমালোচনা করে ফরিদা আখতার বলেন, ‘যে পুলিশ বাহিনী আমাদের সন্তানদের গুলি করে, আমি সেই বাহিনী চাই না। আমরা এমন রাষ্ট্র চাই না, যেখানে প্রতিবাদ করলেই গুলি চালানো হয়। যেন আর কোনো মার বুক খালি না হয়, কোনো বাবাকে সন্তানের লাশ কাঁধে নিতে না হয়।’

বক্তব্যের এক পর্যায়ে তিনি শ্রোতাদের উদ্দেশে বলেন, ‘আপনারা কি এই রাষ্ট্র রেখে যেতে চান? যদি না চান, তাহলে সংবিধান ও রাষ্ট্র কাঠামোর সংস্কার ছাড়া বিকল্প নেই। রাষ্ট্র বদলাতে হবে, তাহলেই শহিদদের রক্তস্নাত আত্মত্যাগ অর্থবহ হবে।’

সারাবাংলা/এফএন/এনজে