ঢাকা: বিভিন্ন ক্যাটাগরির বিনিয়োগকারীদের জন্য ইসলামিক বন্ড ‘সুকুক’ বরাদ্দের হার পুনঃনির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। একইসঙ্গে সুকুক বরাদ্দ সংক্রান্ত ইতোপূর্বে জারিকৃত দুটি পৃথক সার্কুলার বাতিল করা হয়েছে।
সোমবার (৪ আগস্ট) বাংলাদেশ থেকে এ-সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে।
নতুন নিয়মে- শরীয়াহ্ ভিত্তিক ব্যাংক, ফাইন্যান্স কোম্পানি, বিমা কোম্পানি ও কনভেনশনাল ব্যাংকগুলোর ইসলামিক শাখা ও উইন্ডোজের জন্য ইস্যুতব্য সুকুক এর ৮০ শতাংশ;
কনভেনশনাল ব্যাংক, ফাইন্যান্স কোম্পানি ও বিমা কোম্পানির জন্য ইস্যুতব্য সুকুক এর ৫ শতাংশ;
ব্যক্তি পর্যায়ের বিনিয়োগকারী, প্রভিডেন্ট ফান্ড, ডিপোজিট ইন্স্যুরেন্স, ইনভেস্টমেন্ট কোম্পানি, কর্পোরেশ প্রতিষ্ঠান, গ্র্যাচুইটি ফান্ড, মিউচ্যুয়াল ফান্ড ইত্যাদির জন্য ইস্যুতব্য সুকুক এর ১৫ শতাংশ বরাদ্দ থাকবে।
উল্লেখিত অনুপাতে সুকুক বরাদ্দের ক্ষেত্রে অনুসরণীয় পদ্ধতির বিষয়ে সার্কুলারে বলা হয়েছে, তিনটি শ্রেণীতেই নির্ধারিত অনুপাতের চেয়ে বেশি বিড দাখিল হলে প্রত্যেক শেণীর বিড দাখিলকারীদের মধ্যে তাদের দাখিলকৃত বিডের সমানুপাতিক হারে সুকুক বরাদ্দ দেওয়া হবে; এবং
কোনো শ্রেণীতে নির্ধারিত নির্ধারিত অনুপাতের চেয়ে কম বিড দাখিল হলে তাদের মধ্যে বিতরণের পর অবশিষ্ট সুকুক বেশি বিড দাখিলকারীদের মধ্যে (যদি থাকে) তাদের দাখিলকৃত বিডের সমানুপাতিক হারে বরাদ্দ দেওয়া হবে।