Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জকসু নির্বাচনসহ ২ দফা দাবিতে প্রশাসনিক ভবনের সামনে জবি শিক্ষার্থীদের অবস্থান

জবি করেসপন্ডেন্ট
৪ আগস্ট ২০২৫ ১৫:৩৩ | আপডেট: ৪ আগস্ট ২০২৫ ১৫:৪৮

প্রশাসনিক ভবনের সামনে জবি শিক্ষার্থীদের অবস্থান।

জবি: সম্পূরক বৃত্তি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।

সোমবার (৪ আগস্ট) দুপুর ১২টা ৩০মিনিটে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে ক্রিয়াশীল ছাত্রসংগঠনের নেতারাও এই কর্মসূচিতে অংশ নেন।

কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, একটি গণতান্ত্রিক বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ না থাকা অনাকাঙ্ক্ষিত এবং ন্যায্য অধিকারের পরিপন্থী। জকসু নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের মত প্রকাশ ও নেতৃত্ব বিকাশের সুযোগ পাবে, যা একটি আধুনিক শিক্ষাব্যবস্থার অপরিহার্য অংশ।

বিজ্ঞাপন

জবি ছাত্র অধিকার পরিষদের সভাপতি একেএম রাকিব বলেন, ‘গত বুধবার দুই দিনের আল্টিমেটাম দেওয়ার পরও প্রশাসন কোনো সাড়া দেয়নি। তারা হয়তো ভাবছে আমরা হাল ছেড়ে দেবো, কিন্তু তারা জানে না শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ে আমরা যেকোনো সময় কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।’

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার মুখ্য সংগঠক ফেরদৌস শেখ বলেন, ‘সম্পূরক বৃত্তির বিষয়ে মন্ত্রণালয় থেকে এরইমধ্যে অনুমোদন দেওয়া হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। এতে শিক্ষার্থীদের মধ্যে সংশয় তৈরি হয়েছে যে আদৌ এটি বাস্তবায়ন হবে কি না।’

তিনি আরও বলেন, ‘জকসু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিরা শিক্ষার্থীদের যৌক্তিক দাবি প্রশাসনের কাছে তুলে ধরতে পারবেন। এজন্য দ্রুত সময়ের মধ্যে জকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে।’

শিক্ষার্থীরা জানান, তাদের যৌক্তিক দুই দফা দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন।

সারাবাংলা/এনজে