Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাজিরায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ আগস্ট ২০২৫ ১৫:৫৪

গ্রেফতার আওয়ামী লীগ নেতা মোশাররফ বেপারী

শরীয়তপুর: শরীয়তপুরের জাজিরা উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মোশাররফ বেপারীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৪ আগস্ট) দুপুরে জাজিরা পৌর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মোশাররফ বেপারী জাজিরার দক্ষিণ বাইকশা গ্রামের মৃত আলাউদ্দিন বেপারীর ছেলে।

জাজিরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইনুল ইসলাম বলেন, আওয়ামী লীগ নেতা মোশাররফ বেপারীর বিরুদ্ধে একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এছাড়াও এক ব্যক্তির কাছ থেকে দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসআর