Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইইউ প্রাক নির্বাচনি পর্যবেক্ষণ টিম আসছে সেপ্টেম্বরে: ইসি সচিব

স্টাফ করেসপন্ডেন্ট
৪ আগস্ট ২০২৫ ১৫:৪৮ | আপডেট: ৪ আগস্ট ২০২৫ ১৬:০৬

নির্বাচন কমিশনে ইসি সচিব আখতার আহমেদ। ছবি: সারাবাংলা

ঢাকা: আগামী সেপ্টেম্বরের মাঝামাঝিতে ইউরোপিয় ইউনিয়নের পর্যবেক্ষক দল নির্বাচনের প্রাক পরিবেশ দেখতে বাংলাদেশে আসছে।

‎সোমবার (৪ আগস্ট) নির্বাচন ভবনে এ তথ্য জানান নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। রোববার (৩ আগস্ট) ‎পররাষ্ট্র মন্ত্রণালয় সাতজনের এই টিম আসার কথা নির্বাচন কমিশনকে নিশ্চিত করেছে।

‎আজ ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের সবশেষ প্রস্তুতিমূলক কাজের অগ্রগতি তুলে ধরেন সচিব।

‎সচিব বলেন, “ইইউ পযবেক্ষণ টিম মিড সেপ্টেম্বরে দেশে আসবে। এর মধ্যে তিনজন বিদেশি ও চারজন স্থানীয় পর্যবেক্ষক থাকবেন। এটা আজ আমাদের জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এটা জেনেছি।”

‎সচিব আরও বলেন, ‘প্রি ইলেকশন এনভায়রমেন্ট অবজারভেশনের জন্য তারা আসবেন। ইসির নির্বাচনি প্রস্তুতি কী আছে তা দেখার জন্য আসবেন তারা।’

‎এদিকে, আগামী কয়েকদিনের মধ্যে ভোটের সম্ভাব্য সময় রূপরেখা নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষণা আসতে পারে বলেও জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। তিনি এ নিয়ে ইসির সার্বিক প্রস্ততি তুলে ধরেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএল/এসডব্লিউ

ইউরোপিয় ইউনিয়ন নির্বাচন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ

বিজ্ঞাপন

ঢাকার বাতাসে স্বস্তি
১১ আগস্ট ২০২৫ ০৯:৪১

আরো

সম্পর্কিত খবর