Saturday 13 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাবলিক স্পেসগুলো দখলমুক্ত করব: ডিএনসিসি প্রশাসক

স্টাফ করেসপন্ডেন্ট
৪ আগস্ট ২০২৫ ১৬:১৮

ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।

ঢাকা: ঢাকাকে পরিচ্ছন্ন, নাগরিক-বান্ধব ও গণতান্ত্রিক শহর হিসেবে গড়ে তুলতে পাবলিক স্পেসগুলো দখলমুক্ত করার ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ। তিনি বলেছেন, ‘এই শহরের রাস্তাঘাট, খাল, ওয়াটার বডি নষ্ট শুধু সাধারণ মানুষই করেনি, রাজনৈতিক কর্মী ও তাদের মিত্ররাও করেছে। এখন সময় এসেছে শহরটিকে নাগরিকদের কাছে ফিরিয়ে দেওয়ার।’

সোমবার (৪ আগস্ট) রাজধানীর রবীন্দ্র সরোবরে ‘মুগ্ধ মঞ্চ’ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। গত বছরের জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ছাত্রনেতা মীর মাহফুজুর রহমান মুগ্ধের স্মৃতিতে নির্মিত হয়েছে এই উন্মুক্ত মঞ্চ।

বিজ্ঞাপন

ডিএনসিসি প্রশাসক বলেন, ‘এই মঞ্চ উন্মুক্ত থাকবে সকল মতাদর্শের মানুষের জন্য। এখানে সবাই তাদের মত প্রকাশ করতে পারবে। এখান থেকেই গণতন্ত্রের সূচনা হবে। আমরা চাই রাজপথের গণতন্ত্র চর্চার ক্ষেত্রগুলো শক্তিশালী হোক। সংসদ থাকুক, কিন্তু রাজপথেও মত প্রকাশের জায়গা নিশ্চিত হোক।’

তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন জুলাই আন্দোলনের সংগঠক শিবলী ও আন্দোলনকারী তরুণদের প্রতি, যাদের নাগরিক ভাবনাকে ভিত্তি করেই ‘মুগ্ধ মঞ্চ’ নির্মাণ করা হয়েছে।

এজাজ বলেন, ‘ঢাকায় নতুন করে আরও পাবলিক স্পেস গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে নগরবাসী পার্কে সময় কাটাতে পারে, মত প্রকাশ করতে পারে এবং নাগরিক চর্চা চালিয়ে যেতে পারে। আমরা এমন একটি শহর চাই, যেটি নাগরিকদের চাহিদা অনুযায়ী পরিচালিত হবে।’

পরিচ্ছন্ন নগর গঠনে নগরবাসীর সহযোগিতা চেয়ে তিনি বলেন, ‘দখলমুক্ত ও পরিচ্ছন্ন ঢাকা গড়তে আপনাদের সাহায্য দরকার। স্কুলের শিশুরা যদি রাস্তায় না নামতো, তাহলে এই জুলাই আন্দোলন সম্ভব হত না। নাগরিকরা পাশে থাকলে আমরা ঢাকাকে একটি নতুন রূপ দিতে পারব।’

অনুষ্ঠানে অংশগ্রহণকারী নাগরিকদের অনেকেই বলেন, এই ধরনের উদ্যোগগুলো শুধু একটি শহরের সৌন্দর্য বাড়ায় না, বরং গণতন্ত্রের ভিত্তিকে আরও দৃঢ় করে। ‘মুগ্ধ মঞ্চ’ এখন শুধু একটি স্থাপনা নয়, এটি হয়ে উঠেছে নাগরিক শক্তি ও স্মৃতির প্রতীক।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো