ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনা করতে মাঠ প্রশাসনের সঙ্গে মতবিনিময় করতে তিন দিনের সফরে রংপুর যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। শুক্রবার (৮ আগস্ট) তিনি রংপুরে যাবেন।
সোমবার (৪ আগস্ট) সিইসির একান্ত সচিব মোহাম্মদ আশ্রাফুল আলম সারাবাংলাকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, প্রধান নির্বাচন কমিশনার শুক্রবার রংপুরে যাবেন। সেখানে তিনি আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এ অঞ্চলের সব নির্বাচন কর্মকর্তার সঙ্গে মতবিনিময় সভা করবেন।
শনিবার ৯ তারিখ সভা শেষে রোববার (১০ আগস্ট) সকালে ঢাকার পথে রওনা দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।