ঢাকা: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের দ্রুত আরোগ্য কামনা করে তার হাসপাতালে ফুলের তোড়া পাঠিয়েছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স (এ.আই.) মুহাম্মাদ ওয়াসিফ।
তিনি আমিরে জামায়াতের চিকিৎসা ও শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার সুস্থতা ও মঙ্গল কামনা করে দোয়া করেন।
সোমবার (৪ আগস্ট) দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক পোস্টের মাধ্যমে এই তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, “বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের চার্জ দ্য অ্যাফেয়ার্স জনাব মুহাম্মাদ ওয়াসিফ জামায়াতের সম্মানিত আমিরের আরোগ্য কামনায় ফুলের তোড়া পাঠিয়েছেন। তিনি আমির সাহেবের চিকিৎসা ও স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন এবং তার সুস্থতার জন্য দোয়া করেছেন।”
জামায়াতে ইসলামীর পক্ষ থেকে পাকিস্তান হাইকমিশনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আরও বলা হয়, “আমরা পাকিস্তানের মান্যবর হাইকমিশনারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। আল্লাহ তা’য়ালা তাকে উত্তম জাযা দান করুন। আমিন।”
উল্লেখ্য, জামায়াতের আমির বর্তমানে অসুস্থ অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার সুস্থতার জন্য দলীয়ভাবে দেশব্যাপী দোয়া ও খতমের আয়োজন করা হচ্ছে।