Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩২ হাজার শিক্ষক পদোন্নতির বিষয়ে যা বললেন গণশিক্ষা উপদেষ্টা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ আগস্ট ২০২৫ ১৬:৫৫

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার

রংপুর: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, দেশে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ৩২ হাজার সহকারী শিক্ষকের পদোন্নতির নিয়ে যে মামলা রয়েছে তা অচিরেই সমাধান হবে।

রোববার (৪ আগস্ট) দুপুরে রংপুর শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও জেলার স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

প্রধান শিক্ষকের সংকট প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘দেশে প্রায় ৩২ হাজার সহকারী শিক্ষকের পদোন্নতির বিষয়ে ঝুলে থাকা একটি মামলার নিষ্পত্তি হতে যাচ্ছে। অচিরেই এসব মামলার সমাধান হবে বলে আশা করছি। এর ফলে প্রাথমিক পর্যায়ে প্রধান শিক্ষকের সংকটও অনেকটাই কমে আসবে।’

বিজ্ঞাপন

দুটি প্রকল্পের আওতায় আগামী সেপ্টেম্বরের মধ্যে দেশের ১৬৫টি উপজেলাসহ বান্দরবান ও কক্সবাজার জেলার সবগুলো উপজেলায় স্কুল ফিডিং কার্যক্রম শুরু করা হবে উল্লেখ করে উপদেষ্টা আরও বলেন, ‘চরাঞ্চল ও দুর্গম এলাকার শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ তৈরি ও সুবিধা বাড়াতে কাজ করছে সরকার। শিক্ষা ব্যবস্থায় সমতা আনতে এসব উদ্যোগ নেওয়া হচ্ছে। বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষক ও শিক্ষা সংশ্লিষ্টদের নিয়ে প্রশিক্ষণ কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি।’

তিনি আরও বলেন, ‘উপজেলা পর্যায়ের সরকারি শিক্ষা কর্মকর্তা সঙ্কট থাকলেও সেটি অচিরেই নিরসনসহ শিক্ষার মান বৃদ্ধিতে বিশেষ নজরদারিতার নানা পরিকল্পনা গ্রহণ করছে শিক্ষা অধিদফতর।

মতবিনিময় সভায় জেলা প্রশাসকসহ প্রাথমিক শিক্ষা অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসআর

গণশিক্ষা উপদেষ্টা মতবিনিময় শিক্ষক পদোন্নতি

বিজ্ঞাপন

ঢাকার বাতাসে স্বস্তি
১১ আগস্ট ২০২৫ ০৯:৪১

আরো

সম্পর্কিত খবর