Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া দেশে শান্তিশৃঙ্খলা ফিরবে না’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ আগস্ট ২০২৫ ১৭:৪৪ | আপডেট: ৪ আগস্ট ২০২৫ ১৭:৪৭

কুষ্টিয়া প্রেসক্লাবে আয়োজিত মতবিনিময় সভা।

কুষ্টিয়া: দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর ছাড়া দেশে শান্তিশৃঙ্খলা ফিরবে না বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিন।

সোমবার (৪ আগষ্ট) দুপুরে কুষ্টিয়া প্রেসক্লাবে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

জনপ্রতিনিধি নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘জনপ্রতিনিধি ছাড়া দেশে পূর্ণশান্তি স্থাপন অত্যন্ত কঠিন। এই সরকারের উচিত দ্রুত নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করা।’

একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, ৯০ ও ২৪ এ স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয় অংশগ্রহণকারী সোহরাব উদ্দিন বলেন, ইউনূস সাহেব ভালো মানুষ। কিন্তু ভালো মানুষ মানে, ভালো দল চালাবেন এমনটা নাও হতে পারে।’

বিজ্ঞাপন

এ সময় বিএনপির বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনজে

জনপ্রতিনিধি নির্বাচন বিএনপি

বিজ্ঞাপন

ঢাকার বাতাসে স্বস্তি
১১ আগস্ট ২০২৫ ০৯:৪১

আরো

সম্পর্কিত খবর