Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় দ্বিমত-পর্যবেক্ষণ কার্যবিবরণীতে অন্তর্ভুক্তির নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ আগস্ট ২০২৫ ১৬:৫৬ | আপডেট: ৪ আগস্ট ২০২৫ ১৬:৫৮

ঢাকা: ব্যাংকের পরিচালনা পর্ষদ ও সহায়ক কমিটির সভায় উপস্থাপিত কোনো বিষয় বা এজেন্ডার ওপর ওই সভায় সংঘটিত আলোচনা এবং কোনো পরিচালকের দ্বিমতসূচক বা ব্যতিক্রমী মতামত বা পর্যবেক্ষণ থাকলে তা যথাযথভাবে সভার কার্যবিবরণীতে অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে।

সোমবার (০৪ আগস্ট) বাংলাদেশ ব্যাংক থেকে এ-সংক্রান্ত চার দফা নির্দেশনা জারি করা হয়েছে।

অপর তিনটি নির্দেশ হচ্ছে- সভায় আলোচিত পরিচালনা পর্ষদ/সহায়ক কমিটির সকল পর্যবেক্ষণ/সুপারিশ কার্যবিবরণীতে যথাযথভাবে লিপিবদ্ধ করা;

সভায় উপস্থাপিত কোনো বিষয়/এজেন্ডার ওপর কোনো পরিচালক/পরিচালকরা কর্তৃক ‘নোট অব ডিসেন্ট’ দেওয়া হলে তা সভার কার্যবিবরণীতে সবিস্তারে লিপিবদ্ধ করা; এবং

বিজ্ঞাপন

ব্যাংকের সভায় বাংলাদেশ ব্যাংকের কোনো পর্যবেক্ষক থাকলে, সভায় উপস্থাপিত কোনো বিষয়/এজেন্ডার ওপর বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক কর্তৃক প্রদত্ত মতামত/পর্যবেক্ষণ সভার কার্যবিবরণীতে যথাযথভাবে লিপিবদ্ধ করা।

নতুন এ নির্দেশনা জারির বিষয়ে বাংলাদেশ ব্যাংক বলেছে, গত ২০২৪ সালের ১১ ফেব্রুয়ারি ‘ব্যাংক-কোম্পানির পরিচালনা পর্ষদের গঠন এবং পরিচালকদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কিত নীতিমালা প্রসঙ্গে’ একটি সার্কুলার (বিআরপিডি-০২) জারি করেছে বাংলাদেশ ব্যাংক। ওই সার্কুলারের মাধ্যমে ব্যাংক-কোম্পানির পরিচালনা পর্ষদ ও পরিচালনা পর্ষদের সহায়ক কমিটির সভা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করা হয়েছে এবং আলোচ্য সার্কুলারের ১২.১(ঙ) ধারায় ব্যাংকের পরিচালনা পর্ষদ ও সহায়ক কমিটির সভায় উপস্থাপিত কোনো বিষয়ে ‘নোট অব ডিসেন্ট’ দেওয়া হলে তা কার্যবিবরণীতে লিপিবদ্ধ করতে বলা হয়েছে। কিন্তু ব্যাংকগুলো কর্তৃক অনেক ক্ষেত্রে এ নির্দেশনা পরিপালন করা হচ্ছে না মর্মে পরিলক্ষিত হয়। এছাড়া অনেক ক্ষেত্রে ব্যাংকের পরিচালনা পর্ষদ ও সহায়ক কমিটির সভায় উপস্থাপিত কোনো বিষয় বা এজেন্ডার ওপর ওই সভায় যে আলোচনা সংঘটিত হয় এবং পরিচালকরাসহ বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক যে সকল মতামত প্রদান করেন- তা সভার কার্যবিররণীতে যথাযথভাবে প্রতিফলিত হয় না। ফলে, পরিচালনা পর্ষদের সদস্যদের পর্ষদ ও সহায়ক কমিটির সভায় কার্যকরভাবে অংশগ্রহণ ও অবদান রাখার বিষয়টি নিশ্চিত করা সম্ভব হয় না।

বাংলাদেশ ব্যাংক বলেছে, এ প্রেক্ষিতে ব্যাংক-কোম্পানির পরিচালনা পর্ষদ ও সহায়ক কমিটির সভায় পরিচালনা পর্ষদ সদস্যদের কার্যকরভাবে অংশগ্রহণ ও অবদান রাখার বিষয়টি নিশ্চিত করার লক্ষ্যে নতুন এ নির্দেশনা জারি করা হলো।

সারাবাংলা/আরএস

বাংলাদেশ ব্যাংক সার্কুলার জারি

বিজ্ঞাপন

ঢাকার বাতাসে স্বস্তি
১১ আগস্ট ২০২৫ ০৯:৪১

আরো

সম্পর্কিত খবর