Saturday 13 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৬ প্রবাসী কারাবন্দি
‘নামগুলো শুধু পরিসংখ্যান নয়, বেদনার নাম’

স্টাফ করেসপন্ডেন্ট
৪ আগস্ট ২০২৫ ১৭:১৪ | আপডেট: ৪ আগস্ট ২০২৫ ১৭:১৮

লিখিত বক্তব্য পাঠ করেন এনসিপির ডায়াস্পোরা অ্যালায়েন্সের প্রতিনিধি তারিক আদনান মুন

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ডায়াস্পোরা অ্যালায়েন্সের প্রতিনিধি তারিক আদনান মুন বলেছেন, শহিদুল আলম, মন্সুর আহমেদ, নুর হাসান—এই নামগুলো শুধু পরিসংখ্যান নয়, প্রতিটিই একটি পরিবারের বেদনার নাম। গত বছরের জুলাই মাসে বাংলাদেশের গণআন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে একটি শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণ করায় তাদের আটক করা হয়।

সোমবার (৪ আগস্ট) দুপুরে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারিক আদনান মুন এসব কথা বলেন। এ সময় সংযুক্ত আরব আমিরাতে আটক থাকা ২৬ জন প্রবাসী বাংলাদেশির অবিলম্বে মুক্তি ও তাদের বিরুদ্ধে দায়ের করা অভিযোগ প্রত্যাহারের দাবি জানিয়েছে সংগঠনটি।

বিজ্ঞাপন

সংগঠনটি এই ঘটনাকে মতপ্রকাশের স্বাধীনতা ও মানবাধিকারের চরম লঙ্ঘন বলেও আখ্যা দিয়েছে।

তারিক আদনান মুন আরও বলেন, ‘আটক ব্যক্তিদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ না থাকা সত্ত্বেও তারা দীর্ঘ ৮ থেকে ৯ মাস ধরে আমিরাতের বিভিন্ন বন্দিশালায় আটক রয়েছেন।’

এনসিপির অভিযোগ, বাংলাদেশ দূতাবাসের সরবরাহকৃত তথ্যের ভিত্তিতেই এই প্রবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, যা ‘গণতান্ত্রিক চেতনাবিরোধী ও কূটনৈতিক দায়িত্বের পরিপন্থী’।

সংগঠনটির পক্ষ থেকে দুটি দাবি জানানো হয়েছে— ১. অবিলম্বে সব অভিযোগ প্রত্যাহার করে একটি কনস্যুলার যোগাযোগ চ্যানেল গঠন করতে হবে। ২. দ্রুত কূটনৈতিক ও আইনি পদক্ষেপ নিয়ে প্রবাসীদের মুক্ত করে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে।

লিখিত বক্তব্যে তারিক আদনান মুন আরও বলেন, ‘‘এই ২৬ জন মানুষের বন্দিত্ব শুধু তাদের নয়, তাদের পরিবারেরও দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। অনেক পরিবার চরম আর্থিক সংকটে পড়েছে, সন্তানেরা পড়াশোনা ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় রয়েছে। তাদের একমাত্র ‘অপরাধ’—বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতি সমর্থন জানানো।”

তারিক আদনান মুন সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘এরা প্রত্যেকে কোনো না কোনো পরিবারের একমাত্র ভরসা। তাদের মুক্তি এখন সময়ের দাবি নয়, রাষ্ট্রের নৈতিক ও মানবিক দায়িত্ব।’

সারাবাংলা/এফএন/এইচআই
বিজ্ঞাপন

আরো