Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাইয়ে ৪৭৭ কোটি ডলারের পণ্য রফতানি, প্রবৃদ্ধির হার ২৫ শতাংশ

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ আগস্ট ২০২৫ ১৮:১৪ | আপডেট: ৪ আগস্ট ২০২৫ ১৮:১৫

ঢাকা: চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাসে অর্থাৎ জুলাইয়ে ৪৭৭ কোটি ডলারের পণ্য রফতানি হয়েছে। এটি গত বছরের জুলাইয়ের তুলনায় ২৪ দশমিক ৯০ শতাংশ বেশি। গত ২০২৪ সালের জুলাইয়ে পণ্য রফতানির পরিমাণ ছিল ৩৮২ কোটি ডলার।

সোমবার (০৪ আগস্ট) রফতানি আয়ের এ তথ্য প্রকাশ করেছে রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)

উল্লেখ্য, সদ্য সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে ৪ হাজার ৮২৮ কোটি ডলারের পণ্য রফতানি হয়েছে। প্রবৃদ্ধি হার হচ্ছে সাড়ে ৮ শতাংশ।

ইপিবি’র তথ্যানুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাসে ৩৯৬ কোটি ডলারের তৈরি পোশাক রফতানি হয়েছে। এটি গত বছরের জুলাইয়ের তুলনায় ২৪ দশমিক ৬৭ শতাংশ বেশি।

তৈরি পোশাক ছাড়াও গত জুলাইয়ে চামড়া ও চামড়াজাত পণ্য, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, হোম টেক্সটাইল, পাট ও পাটপণ্য, প্রকৌশল পণ্য, হিমায়িত খাদ্য, প্লাস্টিক পণ্যের রফতানি বেড়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরএস

জুলাই ২০২৫ রফতানি আয়

বিজ্ঞাপন

ঢাকার বাতাসে স্বস্তি
১১ আগস্ট ২০২৫ ০৯:৪১

আরো

সম্পর্কিত খবর