Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশ নিয়ে ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে: মির্জা ফখরুল

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ আগস্ট ২০২৫ ১৮:৪৩

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সারাবাংলা

ঢাকা: দেশ নিয়ে ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৪ আগস্ট) রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন প্রাঙ্গণে আয়োজিত এক যুব-সমাবেশে তিনি এ অভিযোগ করেন।

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষ্যে বিএনপি ঘোষিত ৩৬ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জাতীয়তাবাদী যুবদল এ যুব সমাবেশ আয়োজন করে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘দেশ নিয়ে একটা ষড়যন্ত্র, একটা চক্রান্ত চলছে। বিশেষ একটি মহল দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। এ ব্যাপারে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। যেকোনো মূল্যে জাতীয় ঐক্য ধরে রাখতে হবে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘বিগত ১৬ বছরের দুঃশাসনে বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামো ভেঙে দেওয়া হয়েছে। আমরা একটা ধ্বংসের পথ পার করেছি। ধ্বংসপ্রাপ্ত রাজনীতিকে মেরামত করে সামনে এগোতে হবে। বিএনপিকেই সেই দায়িত্ব নিতে হবে। সেই চ্যালেঞ্জ নিতে হবে।’

মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশ কখনো মাথা নত করেনি, লড়াই করে গেছে, সংগ্রাম করে গেছে। আমরা লড়াই করেছি, রক্ত দিয়েছি। জিয়াউর রহমান আমাদেরকে একটি নতুন দেশ দিয়েছিলেন। একদলীয় শাসন থেকে গণতান্ত্রিক দেশ করেছিলেন। অর্থনীতিতে নতুন যাত্রা করেছিল দেশ। গণতন্ত্রের যতগুলো কাঠামো আছে তার সবকিছু জিয়াউর রহমান ও খালেদা জিয়া করেছেন।’

যুবদল আয়োজিত এই সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিকেল সাড়ে ৩ টায় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজিজুর রহমানের কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে যুব সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর জুলাই শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্নার সভাপতিত্বে সমাবেশে অন্তত ২৪ জন যুবনেতা বক্তব্য দেন। সমাবেশ মঞ্চে ৭৮ জন শহিদের পরিবার উপস্থিত ছিলেন। তাদের হাতে নগদ অর্থ ও উপহার সামগ্রী তুলে দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ যুব দলের শীর্ষ নেতারা।

সারাবাংলা/এজেড/এইচআই

জাতীয়তাবাদী যুবদল বিএনপি মির্জা ফখরুল

বিজ্ঞাপন

ঢাকার বাতাসে স্বস্তি
১১ আগস্ট ২০২৫ ০৯:৪১

আরো

সম্পর্কিত খবর