Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভারত ডিসাইড করবে না: পররাষ্ট্র উপদেষ্টা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৪ আগস্ট ২০২৫ ১৮:৪০

পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন

পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক কেমন হবে, সেটা আমি ডিসাইড করব না। একইভাবে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেমন হবে সেটাও নিশ্চয়ই ভারত ডিসাইড করবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। আমরা সবদেশের সঙ্গেই স্বাভাবিক সম্পর্ক রক্ষা করব।

সোমবার (৪ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫’ শীর্ষক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, অমিমাংসিত ইস্যুর জন্য পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক আটকে রাখতে চায় না অন্তর্বর্তী সরকার। দেশটির সঙ্গে স্বাভাবিক সম্পর্ক চায় বাংলাদেশ।

বিজ্ঞাপন

সবকিছু ঠিক থাকলে আগামী ২৩ আগস্ট ঢাকায় আসবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। তার সফরে আলোচনার বিষয়ে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, পাকিস্তানের সঙ্গে আমাদের ইস্যুজ আছে, স্বার্থের প্রশ্ন আছে, ব্যবসা-বাণিজ্যের প্রশ্ন আছে। সব মিলিয়ে দ্বি-পক্ষীয় সম্পর্কের সব কিছু টেবিলে থাকবে। কোনটা কতটুকু আমরা এগোতে পারব সেটা আপনারা জানতে পারবেন মিটিং যখন শেষ হবে। পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক চাই।

তিনি বলেন, আবার ডেলিভারেটলি তাদের সম্পর্ক ভালো রাখব না, এ রকম সিদ্ধান্ত যেটা ছিল (বিগত সরকারের) সেটা থেকে আমরা বের হয়েছি। আমরা অন্যান্য দশটা দেশের সঙ্গে যে রকম সম্পর্ক পাকিস্তানের সঙ্গে সেরকম সম্পর্ক চাই এবং সেটাই আমরা চেষ্টা করছি।

একাত্তরের জন্য ক্ষমা চাওয়া ও পাওনার হিস্যে আসবে কিনা-জানতে চাইলে উপদেষ্টা বলেন, প্রতিটি ইস্যু থাকবে। যেটা পঞ্চাশ বছরে পারা যায়নি সেটা যে ঝট করে ছয় মাসে পারব এমন কোনো কথা নেই। আমরা একটা বাস্তবসম্মত উপায়ে আগাবো। একটা ইস্যু আরেকটা ইস্যুকে আটকে রাখবে সেটা আমরা কখনো চাই না।

পাকিস্তানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভারতের মনোভাব নিয়ে এক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক কেমন হবে, সেটা আমি ডিসাইড করব না। একইভাবে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেমন হবে সেটাও নিশ্চয়ই ভারত ডিসাইড করবে না।

বাংলাদেশ ও পাকিস্তানকে নিয়ে চীনের ত্রিপক্ষীয় উদ্যোগ আলোচনায় আসার বিষয়ে তৌহিদ হোসেন বলেন, আসলে এটা নিয়ে কোনো বডি (জোট) হয়নি। একটা মিটিং হয়েছে ইনফরমাল। কিছুদিন পরও আরেকটা মিটিং হতে পারবে না এমন কোনো কথা নাই। আমরা চাই, আরও ব্রড বেইসড হোক। আরও দুই একটা দেশ আসুক।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ঢাকা সফরকালে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর মূল বৈঠক হবে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে। আগামী ২৪ আগস্ট বৈঠকটি হওয়ার কথা রয়েছে। এছাড়া, ইসহাক দার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে।

সারাবাংলা/একে/এসএস

ডিসাইড পররাষ্ট্র উপদেষ্টা পাকিস্তান বাংলাদেশ ভারত সম্পর্ক

বিজ্ঞাপন

ঢাকার বাতাসে স্বস্তি
১১ আগস্ট ২০২৫ ০৯:৪১

আরো

সম্পর্কিত খবর