Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বাংলাদেশের নির্বাচনে কারচুপি শুরু ১৯৭৩ সাল থেকে’

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৪ আগস্ট ২০২৫ ১৮:৫০ | আপডেট: ৪ আগস্ট ২০২৫ ২০:১০

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ফাইল ছবি

ঢাকা: বাংলাদেশের নির্বাচনের কারচুপির প্রবণতা ১৯৭৩ সাল থেকে শুরু হয়েছে। কোনো এক প্রার্থী কম ভোট পাওয়ার পরও বিজয়ী ঘোষণার প্রক্রিয়া তখন থেকেই শুরু— প্রথম ভোটার হিসেবে ভোট দিয়ে সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থীর হেরে যাওয়া প্রত্যক্ষ করার অভিজ্ঞতা তুলে ধরে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এ সব কথা বলেন।

সোমবার (৪ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫’- এর আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে কথা বলছিলেন পররাষ্ট্র উপদেষ্টা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। এ ছাড়াও বক্তব্য দেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর জুলাই গণঅভ্যুত্থানের ওপর নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে তৌহিদ হোসেন বলেন, ‘১৯৯১ সালের নির্বাচনকে ঘিরে অসম্ভব প্রত্যাশা সৃষ্টি হয়েছিল। কিন্তু প্রকৃতপক্ষে আমরা শিক্ষা নিতে পারিনি। পরের নির্বাচনগুলো ত্রুটিপূর্ণ হয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশেও ভোট নিয়ে কারচুপির অভিযোগ ছিল। ভারতের মতো বড় গণতান্ত্রিক দেশেও ভোটে নানা সমস্যা ছিল। কিন্তু বাংলাদেশের মতো বড় আকারের কারচুপি কোথাও ঘটে না।’

বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষণ্ণ হওয়ার কারণ তুলে ধরে তিনি বলেন, ‘বিদেশে বাংলাদেশের পাসপোর্টধারীদের সুনাম হারানোর পেছনে বাংলাদেশের মানুষের ভুয়া তথ্য প্রদানসহ জাল সনদ দায়ী। বাংলাদেশের মতো কাগজ জালিয়াতি বিশ্বের আর কোথাও করা সম্ভব না।’ মূলত বাংলাদেশিরাই নিজেদের সুনামহানির পেছনে দায়ী বলে উল্লেখ করেন তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান জাতীয় জীবনে ন্যায়বিচার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ প্রয়াস এবং আত্মত্যাগের এক অবিস্মরণীয় উদাহরণ। এই সম্মিলিত প্রচেষ্টা আমাদের অধিকার প্রতিষ্ঠার পথ সুগম করেছে, জাতি হিসেবে আমাদের করেছে মহিমান্বিত। কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি ছাত্র-জনতার সেই সাহসী সন্তানদের, যাদের পরিশ্রম ও আত্মত্যাগের কথা জাতির ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে।’

তিনি আরও বলেন, ‘২৪-এর গণঅভ্যুত্থান শুধু একটি রাজনৈতিক পরিবর্তনের জন্য নয়, বরং ছাত্রসমাজ ও সাধারণ জনগণের সাহস, দৃঢ়তা এবং একতার বিজয় হিসেবে চিহ্নিত। ছাত্র-জনতার ত্যাগ ও ঐক্যের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত এ অভ্যুত্থান দিনটি জাতিকে একটি নতুন সূচনা এনে দিয়েছে এবং এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য গণতন্ত্রের পথপ্রদর্শক হিসেবে কাজ করবে। জুলাই অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। গণতন্ত্রের বিজয়, তরুণ নেতৃত্বের বিকাশ ছাড়াও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এই অভ্যুত্থানের ভূমিকা সুদূরপ্রসারী।’

তিনি উল্লেখ করেন, ‘জুলাই অভ্যুত্থান শুধু ঘটনা পরিক্রমায় আয়োজিত কোনো ঐতিহাসিক ঘটনা নয়, এটি একটি চলমান প্রেরণা। জুলাই আন্দোলন সমগ্র জাতির মনে গণতান্ত্রিক মুক্তির যে বীজ বপন করেছে তার যথাযথ লালন করা আমাদের জন্য অবশ্য কর্তব্য। এই গৌরবান্বিত আন্দোলনের অর্জনগুলো রক্ষার গুরুদায়িত্ব আমাদের ওপর।’

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘জুলাইয়ের চেতনা সমুন্নত রাখতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। মিত্র রাষ্ট্রদের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নত করতে, বিরূপভাবাপন্ন রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উষ্ণ করতে এবং অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতার নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচনের জন্য কাজ করে যাচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এরই মধ্যে দ্বিপাক্ষিক, বহুপাক্ষিক এবং আঞ্চলিক বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য সফলতা অর্জিত হয়েছে। আমাদের কূটনীতিকরা রাষ্ট্রীয় প্রতিনিধি হিসেবে বৈশ্বিক শান্তি স্থাপন, পারস্পরিক বোঝাপড়া এবং জাতির ভাবমূর্তি রক্ষায় দায়িত্বপ্রাপ্ত।’

তৌহিদ হোসেন নিজেই নিজের কাছে প্রশ্ন রেখে বলেন, ‘আজকের এই দিনে আমাদের আত্মজিজ্ঞাসা হওয়া উচিত- আমরা কি জুলাই-আগস্ট মাসের এই মহান ত্যাগ ও আদর্শকে যথাযথভাবে লালন করছি? আমরা কি দেশের সেবায় নিজেদের পুরোপুরি নিবেদিত করতে পারছি? এই দিনের শপথ হোক, আমরা আমাদের দায়িত্ব আরও নিষ্ঠার সঙ্গে পালন করব। বিশ্ব-দরবারে জুলাই চেতনার আলোকে বাংলাদেশের সম্মানকে আরও উচ্চতায় নিয়ে যাব। ভবিষ্যতের বাংলাদেশ হবে মেধা ও ন্যায়ভিত্তিক এমন এক সমাজব্যবস্থা যেখানে বৈষম্যের কোন ঠাঁই হবে না।’

তরুণ প্রজন্মের আত্মত্যাগের বাংলাদেশ হবে দারিদ্র্যমুক্ত একটি সুন্দর দেশ, যা অন্যান্য দেশের জন্য অনুকরণীয় হিসেবে দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশা প্রকাশ করেন পররাষ্ট্র উপদেষ্টা।

সারাবাংলা/একে/পিটিএম

১৯৭৩ সাল কারচুপি টপ নিউজ তৌহিদ হোসেন নির্বাচন পররাষ্ট্র উপদেষ্টা শুরু

বিজ্ঞাপন

ঢাকার বাতাসে স্বস্তি
১১ আগস্ট ২০২৫ ০৯:৪১

আরো

সম্পর্কিত খবর