Tuesday 09 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ আগস্ট ২০২৫ ১৮:৫৭

প্রতীকী ছবি

চট্টগ্রাম: চট্টগ্রামে মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে সর্বশেষ এক নারীসহ দুজনের মৃত্যুর তথ্য দিয়েছে জেলা সিভিল সার্জনের কার্যালয়। এ নিয়ে চলতি বছরে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হল। এছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের ডেঙ্গু এবং ২০ জনের চিকনগুনিয়া শনাক্ত হয়েছে।

সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় ডেঙ্গু সংক্রান্ত চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয়ের এক প্রতিবেদনে এসব তথ্য দেয়া হয়েছে।

মারা যাওয়া দুজন হলেন- রাঙামাটি জেলার দুখী চাকমা (৪৯) নামে এক ব্যক্তি এবং চট্টগ্রাম নগরীর সিরাজউদ্দৌলা রোডের বাসিন্দা তাহসিন আজমি (২৮) নামে এক নারী।

চট্টগ্রামের সিভিল সার্জন জাহাঙ্গীর আলম সারাবাংলাকে জানিয়েছেন, দুখী চাকমা ডেঙ্গুর পাশাপাশি নিউমোনিয়া ও শ্বাসকষ্টে ভুগছিলেন। গত ২৫ জুলাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। রোববার রাত দেড়টার দিকে তিনি মারা যান।

বিজ্ঞাপন

তাহসিন আজমী ডেঙ্গু আক্রান্ত হয়ে রোববার সকালে নগরীর এভারকেয়ার হাসপাতালে ভর্তির পর সন্ধ্যায় মারা যান।

সিভিল সার্জনের কার্যালয়ের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে একজন, এপ্রিলে একজন, জুলাইয়ে ৮ জন এবং আগস্টের তিনদিনে ২ জনসহ মোট ১২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। এদের মধ্যে ৮ জন পুরুষ, ৩ জন নারী ও ১টি শিশু।

চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১৯ জনের মধ্যে ১১ জন পুরুষ, ৬ জন মহিলা ও ২টি শিশু। এ নিয়ে চলতি বছরের শুরু থেকে ৩ আগস্ট পর্যন্ত চট্টগ্রামে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯৪৫ জনে। এর মধ্যে ৫১২ জন পুরুষ, ২৭৬ জন মহিলা ও ১৫৭টি শিশু।

২০২৪ সালে চট্টগ্রামে ৪ হাজার ৩২৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল, এর মধ্যে ৪৫ জন মারা যান। ২০২৩ সালে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্তের হার মারাত্মক আকার ধারণ করেছিল। ওই বছর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ১০৭ জন। আক্রান্ত হয়েছিলেন ১৪ হাজার ৮২ জন। ২০২১ সালে চট্টগ্রামে ২৭১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিল। মারা যায় ৫ জন। ২০২২ সালে ৫ হাজার ৪৪৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন। ‍মৃত্যু হয়েছিল ৪১ জনের।

এছাড়া চলতি বছরে চট্টগ্রামে চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছেন মোট ১ হাজার ২৪২ জন।

সারাবাংলা/আরডি/এসএস