Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেরোবিতে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক বরখাস্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ আগস্ট ২০২৫ ১৯:৩০

বেরোবির পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. রশীদুল ইসলাম

রংপুর: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. রশীদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এক নারী শিক্ষার্থীর লিখিত অভিযোগের ভিত্তিতে গঠিত তদন্ত কমিটির সুপারিশ এবং সিন্ডিকেটের ১১৩তম সভার সিদ্ধান্ত অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

রোববার (৩ আগস্ট) এই বরখাস্তের আদেশ কার্যকর হয়।

বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার হারুন অর রশিদ জানান, পরিসংখ্যান বিভাগের একজন নারী শিক্ষার্থীর অভিযোগের প্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির সুপারিশের আলোকে এবং বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ১১৩তম সভার সিদ্ধান্তক্রমে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ অনুযায়ী পরিসংখ্যান বিভাগের প্রফেসর ড. মো. রশীদুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ১৭ এপ্রিল শ্রেণিকক্ষে অসদাচরণ ও পরীক্ষায় অনিয়মের অভিযোগ ওঠে রশীদুল ইসলামের বিরুদ্ধে। দুই দিন পর ১৯ এপ্রিল, এক শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক স্ক্রিনশট শেয়ার করে যৌন হয়রানির অভিযোগ করেন।

এ বিষয়ে জানতে রশীদুল ইসলামের সঙ্গে মোবাইলফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী অভিযোগ করে জানান, তারা ওই শিক্ষকের স্থায়ী বহিষ্কার চান। পাশাপাশি যৌন হয়রানির ঘটনায় এখন পর্যন্ত যেসব শিক্ষকের নাম গণমাধ্যমে এসেছে তাদেরও শাস্তির মুখোমুখি আনার দাবি জানান।

বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. শওকাত আলী বলেন, ‘আমরা আবু সাঈদের বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়নের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। যৌন নিপীড়নে আরও কেউ যুক্ত থাকলে তাদের ব্যাপারেও আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/এইচআই

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বেরোবি যৌন হয়রানি রংপুর শিক্ষক বরখাস্ত

বিজ্ঞাপন

ঢাকার বাতাসে স্বস্তি
১১ আগস্ট ২০২৫ ০৯:৪১

আরো

সম্পর্কিত খবর