Thursday 11 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘কর অব্যাহতি প্রদানে গ্রামীণ ব্যাংক-কে আলাদা কোনো ট্রিটমেন্ট দেওয়া হয়নি’

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ আগস্ট ২০২৫ ১৯:৪২

সোমবার (৪ আগষ্ট) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড ভবনে আয়োজিত সেমিনারে বক্তব্য রাখেন এনবিআর চেয়ার‌ম্যান মো. আবদুর রহমান খান – (ছবি : সংগৃহীত)

ঢাকা: কর অব্যাহতি সুবিধা প্রদানের ক্ষেত্রে গ্রামীণ ব্যাংক-কে আলাদা কোনো ট্রিটমেন্ট দেওয়া হয়নি বলে দাবি করেছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

তিনি বলেন, আমরা যেটা করেছি, আমাদের কাছে যেটা মনে হয়েছে, সমজাতীয় অন্যরা যে সুবিধা পায়, সেটাই আমরা দিয়েছি। এখানে কোনো আলাদা ট্রিটমেন্ট দেওয়ার ইচ্ছা আমাদের ছিল না বা দেইও নাই।

সোমবার (৪ আগষ্ট) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড ভবনে আয়োজিত এক সেমিনারে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

উল্লেখ্য, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর গত বছরের অক্টোবরে আয়কর রিটার্ন দাখিলের শর্তে গ্রামীণ ব্যাংককে ২০২৯ সাল পর্যন্ত কর অব্যাহতি দেওয়া হয় ।
একই শর্তে ২০২৯ সালের জুন পর্যন্ত দানকৃত আয় থেকে কর অব্যাহতি দেওয়া হয়েছে অলাভজনক ধর্মীয় দাতব্য সংস্থা আস সুন্নাহ ফাউন্ডেশনকে।

বিজ্ঞাপন

এ বিষয়ে আলাদা গেজেট প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড। সেখানে বলা হয়েছে, করদিবসের মধ্যে রিটার্ন দাখিলসহ যাবতীয় নিয়ম পরিপালন করে তবেই এ সুবিধা পাওয়া যাবে।

এনবিআর চেয়ারম্যান বলেন, আইন প্রয়োগের জায়গায় আমাদের বড় দুর্বলতা আছে। প্রয়োগ করতে না পারলে আইন করে কিছুই হবে না। তাই আমরা এখন অটোমেশনের দিকে যাচ্ছি। পাশাপাশি গোয়েন্দা ইউনিটগুলোর শক্তিমত্তা বাড়ানো হচ্ছে।

অপর প্রসঙ্গে তিনি বলেন, তামাকজাত পণ্যে কর বাড়ানো হলেও রাজস্ব আদায়ে কাঙ্ক্ষিত অগ্রগতি নেই। দেশে বিভিন্নভাবে অবৈধ সিগারেট প্রবেশ করছে। বিষয়টি নিয়েও কাজ চলছে। এ বিষয়ে সাংবাদিকদের তথ্য দেওয়ার অনুরোধ জানান তিনি।

সারাবাংলা/আরএস
বিজ্ঞাপন

আরো