ঢাকা: জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে রাজধানীর বিভিন্ন এলাকায় নিহত ১১৪ মরদেহের পরিচয় শনাক্তের জন্য রায়েরবাজার কবরস্থান থেকে তোলার নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (৪ আগস্ট) ঢাকার মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ মোস্তাাফিজুর রহমানের আদালত এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ শামসুদ্দোহা সুমন।
এর আগে, ১১৪টি মরদেহ উত্তোলন চেয়ে আদালতে আবেদন করেন মোহাম্মদপুর থানার এসআই মো. মাহিদুল ইসলাম। এতে উল্লেখ করা হয়, গত বছরের জুলাই-আগস্ট আন্দোলনের বিভিন্ন সময়ে রাজধানীর বিভিন্ন এলাকায় নানা বয়সী নারী-পুরুষ শহিত হন। এর মধ্যে অজ্ঞাত হিসেবে ১১৪ শহিতকে রায়েরবাজার কররস্থানে দাফন করা হয়। তবে ভবিষ্যতে আইনি পদক্ষেপ নেওয়া ও মরদেহ শনাক্তকরণের জন্য আইনি প্রক্রিয়ার মাধ্যমে কবর থেকে উত্তোলন করা প্রয়োজন। এসব মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদন প্রস্তুত, ডিএনএ সংগ্রহের মাধ্যমে পরিচয় নিশ্চিত হতে হবে।
এ ছাড়া আইনি কার্যক্রম শেষে ডিএনএ প্রোফাইলিংয়ের মাধ্যমে পরিচয় নিশ্চিতকরণের পর পরিবারের চাহিদা অনুযায়ী মরদেহ হস্তান্তরের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এরপর আবেদনসহ নথি পর্যালোচনা করেন আদালত। সার্বিক পর্যালোচনা শেষে মঞ্জুর করে আদেশ দেন বিচারক। একইসঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেওয়া হয়েছে।