Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটে জুলাই মাসে সড়কে ঝরল ২৬ প্রাণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ আগস্ট ২০২৫ ২০:৩৮ | আপডেট: ৪ আগস্ট ২০২৫ ২০:৪৩

সিলেট: গত জুলাই মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় ২৬ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ৬১ জন। সোমবার (৪ আগস্ট) নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

নিসচা’র তথ্য অনুযায়ী, জুলাই মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় ২৬ জন নিহত ও ৬১ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ১০ জন মোটরসাইকেল চালক ও আরোহী ছিলেন। এরমধ্যে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে সিলেট জেলায় ও কম সংঘটিত হয়েছে মৌলভীবাজার জেলায়।

জুলাই মাসে সিলেট জেলায় ১০টি সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত ও ৩৭ জন আহত হয়েছেন। সুনামগঞ্জ জেলায় ৬টি সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন।

মৌলভীবাজার জেলায় ৪টি সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত ও ২ জন আহত হয়েছেন এবং হবিগঞ্জ জেলায় ৬টি সড়ক দুর্ঘটনায় ৭জন নিহত ও ১০ জন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলার আহ্বায়ক জহিরুল ইসলাম মিশু গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানান, বিভিন্ন দৈনিকে প্রকাশিত প্রতিবেদন ও নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে বিভাগীয় কমিটি এ প্রতিবেদন তৈরি করে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, জুলাই মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহতের মধ্যে ১০ জন মোটরসাইকেল চালক ও আরোহী, ৬ জন সিএনজি-লেগুনা চালক ও আরোহী, ১২ জন চালক ও ২ জন পথচারী রয়েছেন। এছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ৬টি দুর্ঘটনায় ৪ জন, মুখোমুখি সংঘর্ষে ১৪টি দুর্ঘটনায় ১৫ জন নিহত, বৈদ্যুতিক খুঁটি ও গাছের সঙ্গে ধাক্কায় ২টি দুর্ঘটনায় ১ জন নিহত হয়েছেন। এছাড়া জুলাই মাসে নিহত ২৬ জনের মধ্যে ২১ জন পুরুষ, ৩ জন নারী ও ২ জন শিশু রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, এর আগে জুন মাসে সিলেট বিভাগে ২৯টি সড়ক দুর্ঘটনায় ২৮ জন নিহত ও ৪৮ জন আহত হয়েছিল।

সারাবাংলা/এসএস

জুলাই ঝরল সড়ক সিলেট

বিজ্ঞাপন

ঢাকার বাতাসে স্বস্তি
১১ আগস্ট ২০২৫ ০৯:৪১

আরো

সম্পর্কিত খবর