Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাই ঘোষণাপত্র
রংপুর থেকে ছেড়ে যাবে এক জোড়া বিশেষ ট্রেন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ আগস্ট ২০২৫ ২০:৫৩

রংপুর: ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ অনুষ্ঠানে যোগ দিতে রংপুর থেকে ছেড়ে যাবে একজোড়া বিশেষ ট্রেন। এরইমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

সোমবার (৪ আগস্ট) রাত সাড়ে ১১টায় রংপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

রংপুর রেলওয়ে স্টেশনের তত্ত্বাবধায়ক আব্দুল্লাহ আল মামুন জানান, জুলাই ঘোষণাপত্র পাঠে অংশ নিতে সারাদেশ থেকে ছাত্র-জনতা পরিবহনে আট জোড়া ট্রেন ভাড়া করেছে সরকার। এরমধ্যে রংপুর থেকে রয়েছে একজোড়া ট্রেন। ট্রেনটি আজ রাত সাড়ে ১১টায় রংপুর রেলওয়ে স্টেশন থেকে রাজধানীর উদ্দেশে ছেড়ে যাবে। মঙ্গলবার (৫ আগস্ট) রাত ৮টায় কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রংপুরের উদ্দেশে ছেড়ে আসবে। ট্রেনটিতে আসন রয়েছে ৬৩৮টি।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, যাত্রী সাধারণের নিরাপত্তায় জিআরপি পুলিশসহ সব ধরনের সেবার ব্যবস্থা নেওয়া হয়েছে।

সারাবাংলা/এসএস