Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাত কলেজের শিক্ষা কার্যক্রমের নতুন সিদ্ধান্ত

স্টাফ করেসপন্ডেন্ট
৪ আগস্ট ২০২৫ ২১:২১

সাত কলেজ। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: প্রাথমিকভাবে বিজ্ঞান, কলা ও মানবিক, ব্যবসায় শিক্ষা, আইন ও ন্যায়বিচার- এই চারটি বিভাগে শিক্ষাদান ও গবেষণা কার্যক্রম চলবে সরকারি সাত কলেজে।

সোমবার (৪ আগস্ট) সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মজিবুর রহমান এ কথা জানান।

তিনি বলেন, ‘সাত কলেজকে স্কুল অব সাইন্স, স্কুল অব আর্টস ও হিউম্যানিটিজ, স্কুল অব বিজনেস স্টাডিজ, স্কুল অব ল অ্যান্ড জাস্টিস— এই চারটি ভাগে বিভক্ত করা হবে।’

স্কুল অব সাইন্সের অধীনে থাকবে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, ইডেন মহিলা কলেজ ও ঢাকা কলেজ। স্কুল অব আর্টস অ্যান্ড হিউমিনিটিসের আওতায় সরকারি বাংলা কলেজ এবং স্কুল অব বিজনেসের জন্য সরকারি তিতুমীর কলেজ; স্কুল অব ল অ্যান্ড জাস্টিসের জন্য কবি নজরুল সরকারি কলেজ ও সরকারি শহীদ সোহওয়ার্দী কলেজ নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতোই উচ্চমান বজায় রাখা হবে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষায়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা হবে ইন্টারডিসিপ্লিনারি ও হাইব্রিড; যেখানে ৪০ শতাংশ অনলাইন এবং ৬০ শতাংশ অফলাইন ক্লাস অনুষ্ঠিত হবে। সব ধরনের পরীক্ষা সশরীরে নেওয়া হবে।

একজন প্রক্টরসহ সাত কলেজে ১৪ জন ডেপুটি প্রক্টর দায়িত্ব পালন করবেন বলেও জানিয়েছেন তিনি। এ ছাড়া একাডেমিক কাউন্সিল সিনেট ও সিন্ডিকেটের মাধ্যমে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম পরিচালিত হবে।

সারাবাংলা/এনএল/এইচআই