Friday 29 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওজনে কারচুপি
পঞ্চগড়ে ৪টি পেট্রোল পাম্পকে ১ লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ আগস্ট ২০২৫ ২১:৪২ | আপডেট: ৪ আগস্ট ২০২৫ ২১:৫৯

পঞ্চগড়: পঞ্চগড়ের বোদা উপজেলায় ওজনে কম ও নানা অনিয়মের অভিযোগে ৪টি পেট্রোল পাম্পকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

আজ সোমবার (৪ আগষ্ট) দুপুরে উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে ভ্রাম্যমান আদালত পরিচালনার নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্র উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম ফুয়াদ। এসময় বোদা থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম ফুয়াদ জানান, বোদা উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্প ও ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট পরিচালনা করি। এসময় ওজনে কম দেওয়া এবং নানা অনিয়মের অভিযোগ পাই। এরপর ৪টি ফিলিং স্টেশনকে ওজন ও পরিমাপ মানদন্ড আইনের বিভিন্ন বিধান ভঙ্গের দায়ে সর্বমোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে আমাদের এ অভিযান চলমান থাকবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর