ঢাকা: যুগপৎ আন্দোলনের সঙ্গী জমিয়তে উলামায়ে ইসলামের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সালাহউদ্দিন আহমেদ।
সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় গুলশান বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়।
বৈঠক শেষে সালাহউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, ‘আমাদের মধ্যে চলমান রাজনৈতিক পরিস্থিতি, সংস্কার কার্যক্রম ও আগামী নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে।’
নজরুল ইসলাম খান বলেন, ‘দীর্ঘদিন আমরা আন্দোলন সংগ্রামে এক সঙ্গে ছিলাম। এই পরিস্থিতিতে যেসব বিষয়গুলো প্রাসঙ্গিক, সেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। অধিকাংশ বিষয়ে জমিয়তে উলামায়ে ইসলাম ও বিএনপি একমত।’
তিনি বলেন, ‘আমরা ফ্যাসিবাদের পতন করতে সক্ষম হয়েছি কিন্তু এখনো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পারিনি। অবিলম্বে সুষ্ঠু নির্বাচন দিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।’
নজরুল ইসলাম খান বলেন, ‘সংস্কার কার্যক্রম সম্পন্ন হচ্ছে, মানুষ এখন নির্বাচন চায়। আমরা সবাই আওয়ামী লীগের যত অপরাধ আছে সবকিছুর বিচার চাই। বর্তমানে নির্বাচন বিলম্বিত হওয়ার যুক্তিসংগত কোনো কারণ আমরা দেখতেছি না। আমরা আশা করি খুব শিগগিরই সরকার নির্বাচনের ব্যাপারে সুস্পষ্ট বক্তব্য রাখবেন। নির্বাচনকে অর্থবহ করার জন্য আমাদের মধ্যে আলোচনা হয়েছে।’
জমিয়তের মহাসচিব মাওলানা মনজুরুল ইসলাম আফিন্দী বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আমাদের মধ্যে চলমান রাজনৈতিক পরিস্থিতি, সংস্কার কার্যক্রম ও আগামী নির্বাচনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের জাতীয় ইস্যুগুলোতে জাতীয় ঐক্য অপরিহার্য। আমরা দ্রুত নির্বাচন চাই। এমন কিছু করা উচিত হবে না যাতে নির্বাচন অনিশ্চয়তার কবলে পড়ে।’