Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার সাদা ও লাল শাপলা চায় এনসিপি

স্টাফ করেসপন্ডেন্ট
৪ আগস্ট ২০২৫ ২২:৩৬

জাতীয় নাগরিক পার্টি। ফাইল ছবি

‎ঢাকা: এবার নিজেদের দলের প্রতীক হিসেবে শাপলার পাশপাশি সাদা ও লাল শাপলা চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

‎সোমবার (৪ আগস্ট) ইসি সচিব আখতার আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

‎তিনি বলেন, ‘রোববার (৩ আগস্ট) আমাদের কাছে শাপলা সংক্রান্ত আবেদন দিয়েছে এনসিপি। কমিশন প্রতীকের যে তফসিল সংশোধন করছে সেখানে শাপলা নেই।’

‎এ বিষয়ে কমিশন সিদ্ধান্ত নেবে বলেও জানান ইসি সচিব।

‎এর আগে, প্রথমে শাপলা, কলম ও মোবাইল প্রতীক চেয়েছিল এনসিপি। এখন কলম ও মোবাইল এর স্থলে সাদা শাপলা ও লাল শাপলা চেয়েছে দলটি।

‎জাতীয় প্রতীক বিধায় তালিকায় শাপলাকে রাখেনি কমিশন। এ ছাড়াও অন্য একটি দল এ প্রতীকটি আগে চেয়েছে বলে সে বিষয়টিও আমলে নিয়েছে সংস্থাটি। এ অবস্থায় সাদা শাপলা ও লাল শাপলা চাইলো এনসিপি।

বিজ্ঞাপন
‎সারাবাংলা/এনএল/এইচআই