Tuesday 09 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুত্র-কন্যাসহ জাপার সাবেক মহাসচিব রাঙ্গার দেশত্যাগে নিষেধাজ্ঞা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ আগস্ট ২০২৫ ২২:৫৫

জাতীয় পার্টির সাবেক মহাসচিব মশিউর রহমান রাঙ্গাঁ। ছবি: সংগৃহীত

রংপুর: মানি লন্ডারিংসহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলমান থাকায় জাতীয় পার্টির (জাপা) সাবেক মহাসচিব, প্রতিমন্ত্রী ও রংপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মশিউর রহমান রাঙ্গাঁ ও তার ছেলে রাফাত রহমান জিতু, মেয়ে মালিহা তাসনিম জুঁই এবং পুত্রবধূ শাকিলা খানম কাকনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

দুদকের পক্ষে আদালতে আবেদন করেন সহকারী পরিচালক মনিরুল ইসলাম। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

আবেদনে বলা হয়, মশিউর রহমান রাঙ্গাঁ ও তার পরিবারের সদস্যরা পদ ও ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে সম্পদ অর্জন করেছেন, যা মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতাভুক্ত অপরাধ। তাদের নামে এবং তাদের পরিবারের সদস্যদের নামে দেশের বিভিন্ন স্থানে (রংপুর, ঢাকা ও অন্যান্য এলাকায়) জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের তথ্য পাওয়া গেছে।

বিজ্ঞাপন

দুদকের দাবি, রাঙ্গাঁ ও তার পরিবারের সদস্যরা বিদেশে পালিয়ে গিয়ে এসব সম্পদ হস্তান্তর বা গোপন করার পরিকল্পনা করছেন। এতে করে দুদকের অনুসন্ধান প্রক্রিয়া মারাত্মকভাবে বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। এ পরিপ্রেক্ষিতে, অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে আদালতের কাছে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হয়, যা আদালত মঞ্জুর করেন।

সারাবাংলা/এসএস