Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘অভ্যুত্থানের চেতনায়’ গড়া প্ল্যাটফর্মগুলো আ.লীগের মতো আচরণ করছে: নুর

স্টাফ করেসপন্ডেন্ট
৪ আগস্ট ২০২৫ ২২:৪৬ | আপডেট: ৪ আগস্ট ২০২৫ ২২:৪৮

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। ছবি: সংগৃহীত

ঢাকা: গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, অভ্যুত্থানের ‘স্পিরিট’ বা চেতনার কথা বলে যারা প্ল্যাটফর্ম গঠন করেছে, তারাও আওয়ামী লীগের মতোই আচরণ করছে। তারা ক্ষমতার অপব্যবহার করছে, মানুষের ওপর জুলুম-নিপীড়ন চালাচ্ছে এবং প্রশাসনকে ব্যবহার করে সম্পদ দখল করছে।

সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে ‘জুলাইয়ের প্রতিশ্রুতি : প্রত্যাশা বনাম বাস্তবতা’ শীর্ষক প্রবন্ধ লেখনি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নুর বলেন, ‘‘আমরা দেখেছি আওয়ামী লীগের আমলে একদল লোক রাজনৈতিক পরিচয় ব্যবহার করে জবাবদিহিতার ঊর্ধ্বে থেকে মানুষের ওপর দমন-পীড়ন চালিয়েছে। দুঃখজনকভাবে, অভ্যুত্থানের পরে যে প্ল্যাটফর্মগুলো সেই ‘স্পিরিট’-এর কথা বলে গঠিত হয়েছে, তারাও এখন একই পথ অনুসরণ করছে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘৩ আগস্টের ঘোষণার আগেও গণতন্ত্র এবং ফ্যাসিবাদ—এই দুই পক্ষ স্পষ্ট ছিল। মানুষ ধরে নিয়েছিল, ফ্যাসিবাদের পতনের পর নতুন একটি রাজনৈতিক ও রাষ্ট্রব্যবস্থা আসবে, যেখানে নাগরিকের মর্যাদা ও অধিকার থাকবে। হাসিনার ১৬ বছরের দানবীয় শাসনের পুনরাবৃত্তি হবে না। কিন্তু সেই স্বপ্ন যারা দেখিয়েছিল, তারাই ৫ আগস্টের পর সেই স্বপ্নকে দুঃস্বপ্নে রূপান্তর করেছে। ১১ মাসে আন্দোলনের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে এই নেতৃত্বই।’

তিনি আরও বলেন, ‘৩ আগস্টের ঘোষণায় ছিল ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রতিশ্রুতি। কিন্তু বাস্তবে তা বাস্তবায়নের কোনো পদক্ষেপ নেই। এতে মানুষ হতাশ হয়েছে। রাজনৈতিক দল থেকে শুরু করে সর্বস্তরে এখন হতাশা বিরাজ করছে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র অধিকার পরিষদ জাবি শাখার সভাপতি ইকবাল হোসেন এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক নাজিরুল ইসলাম। উপস্থিত ছিলেন ছাত্র অধিকার পরিষদ জাবি শাখার প্রতিষ্ঠাতা আহ্বায়ক শাকিল উজ্জামান, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান, গণঅধিকার পরিষদের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ শওকত হোসেন, শহীদ শ্রাবণ গাজীর বাবা মান্নান গাজী এবং শহীদ আলিফ আহম্মদ সিয়ামের বাবা বুলবুল কবীর।

সারাবাংলা/এফএন/এইচআই

অভ্যুত্থানের চেতনা গণঅধিকার পরিষদ জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর জুলাইয়ের প্রতিশ্রুতি নুরুল হক নুর

বিজ্ঞাপন

ঢাকার বাতাসে স্বস্তি
১১ আগস্ট ২০২৫ ০৯:৪১

আরো

সম্পর্কিত খবর