Tuesday 09 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কলাপাড়ায় চেতনানাশক স্প্রে করে সোনার গহনা ও নগদ অর্থ লুট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ আগস্ট ২০২৫ ২৩:৪২ | আপডেট: ৪ আগস্ট ২০২৫ ২৩:৪৫

চেতনানাশক স্প্রেতে অসুস্থ সহিদুল ইসলাম মিরা। ছবি: সংগৃহীত

পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় সহিদুল ইসলাম মিরার (৪৮) বাড়িতে চেতনানাশক স্প্রে করে দুই লাখ টাকার নগদ অর্থ ও তিন ভরি সোনার গহনা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

রোববার (৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নাওভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সহিদুল ইসলাম মিরা (৪৮), তার স্ত্রী আকলিমা বেগম (৪২), মা লালবানু (৮৫) ও ছেলে সানাউল্লাহ (২০) বর্তমানে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

সহিদুল ইসলাম জানান, তিনি গরু কেনাবেচার ব্যবসার সঙ্গে জড়িত। রাতে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। সকালে অনেক বেলা পর্যন্ত ঘুম না ভাঙায় আশপাশের লোকজন ডাকাডাকি করে। সাড়া না পেয়ে দরজা ভাঙার চেষ্টা করলে হঠাৎ ঘুম ভাঙে। তখন শরীরে অস্বস্তি অনুভব করেন এবং দেখেন, ঘরের আসবাবপত্র এলোমেলো অবস্থায় রয়েছে। বাড়ির গেট ভেঙে জানালা দিয়ে চেতনানাশক স্প্রে করে সবাইকে অচেতন করা হয়। এরপর আলমারিতে রাখা গরু কেনার জন্য রাখা নগদ ২ লাখ টাকা এবং তিন ভরি সোনার গহনা নিয়ে যায় দুর্বৃত্তরা।

বিজ্ঞাপন

পরবর্তীতে স্থানীয়রা ও স্বজনেরা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। খুব দ্রুতই দুষ্কৃতকারীদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে, গত শনিবার দিবাগত রাতে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম রজপাড়া গ্রামের বিশকানি এলাকায় আবদুস সোবাহানের বাড়িতে ডাকাতদল ঢুকে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে প্রায় এক লাখ টাকা ও এক ভরি সোনার গহনা লুট করে নিয়ে যায়।

সারাবাংলা/এসএস