Tuesday 09 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‎শিক্ষকদের বদলির তথ্য ইস্যুতে মাউশি’র নির্দেশনা ‎

স্টাফ করেসপন্ডেন্ট
৪ আগস্ট ২০২৫ ২৩:২৭

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)

ঢাকা: বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সুপারিশে নিয়োগপ্রাপ্ত এমপিওভুক্ত স্কুল ও কলেজ শিক্ষকদের বদলি সফটওয়্যারে তথ্য ইনপুট নিয়ে নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) আঞ্চলিক কার্যালয়।

‎সম্প্রতি ঢাকা, রাজশাহী, বরিশাল, রংপুরসহ মাউশির ৯টি আঞ্চলিক কার্যালয় থেকে চিঠি দিয়ে সঠিকভাবে তথ্য ইনপুটের নির্দেশনা দেওয়া হয়েছে।

‎জানা গেছে, পাইলটিংয়ের আওতায় থাকা প্রতিষ্ঠানগুলোর প্রধানদের কাছে চিঠি পাঠানো হয়েছে।

‎নির্দেশনায় MPO Code_EIIN, Password: EIIN- এই ইউজার আইডি দিয়ে নির্ধারিত http://20.84.77.3:3000/#/login এই লিঙ্কে শিক্ষকরা তথ্য ইনপুট করা যাবে বলে জানানো হয়েছে।

‎চিঠিতে বলা হয়েছে, ‘বেসরকারি এমপিওভুক্ত স্কুল ও কলেজের এনটিআরসিএ-কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলির সফটওয়্যারে তথ্য ইনপুট করার লিংক প্রদান করা হলো।

‎চিঠিতে আরও বলা হয়েছে, ‘আপনার জেলার সব এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের কাছে বদলির সফটওয়্যারে তথ্য ইনপুট করার লিংক প্রাপ্তি নিশ্চিতসহ তাদের প্রতিষ্ঠানের শিক্ষকদের বদলির লিংক, ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহারের নির্দেশনা প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।’

বিজ্ঞাপন
‎সারাবাংলা/এনএল/এইচআই