Tuesday 09 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঐক্য সম্প্রসারণের লক্ষ্যে ইসলামপন্থী ৪ দলের বৈঠক

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ আগস্ট ২০২৫ ২৩:৩৪

ইসলামপন্থী চার দলের লিয়াজোঁ কমিটির শীর্ষ নেতারা। ছবি: সংগৃহীত

ঢাকা: ঐক্য সম্প্রসারণের লক্ষ্যে বৈঠক করেছেন ইসলামপন্থী চার দলের লিয়াজোঁ কমিটির শীর্ষ নেতারা। সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক হয়।

বৈঠকে খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বৈঠকে ইসলামী ঐক্য সুসংহত করা, ঐক্যের কলেবর বড় করা এবং ঐক্য প্রক্রিয়াকে গতিশীল করার ব্যাপারে সিদ্ধান্ত হয়। একই সঙ্গে জুলাই সনদের আইনিভিত্তি ও নির্বাচনের পরিবেশ তৈরির ব্যাপারে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমাদ আব্দুল কাদের, যুগ্মমহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি মাওলানা সরওয়ার কামাল আজিজি, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ, যুগ্মমহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ, যুগ্মমহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ও সহকারী মহাসচিব মাওলানা আহমাদ আব্দুল কাউয়ুম।

বিজ্ঞাপন
সারাবাংলা/এজেড/এইচআই