Tuesday 09 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় পুকুরের পানিতে ডুবে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ আগস্ট ২০২৫ ২৩:৫১ | আপডেট: ৪ আগস্ট ২০২৫ ২৩:৫৩

প্রতীকী ছবি

খুলনা: খুলনার রূপসায় পুকুরের পানিতে ডুবে মো: সাগর (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (৪ আগস্ট) রাতে উপজেলার আইচগাতী ইউনিয়নের মিলকি দেয়ারা এলাকায় এ ঘটনা ঘটে। সে ওই এলাকার ফারুক শেখের ছেলে।

স্থানীয়রা জানান, রাত আনুমানিক ১০টার দিকে সাগর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলে রাস্তার পাশের একটি পুকুরের ভিতর পড়ে যায়। পরে স্থানীয় লোকজন পানিতে নেমে তাকে উদ্ধার করে খুলনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে মৃগী রোগে আক্রান্ত ছিল বলে জানা গেছে।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান পানিতে ডুবে যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসএস