রাজবাড়ী: সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের মূল ফটক ও চত্বর। এতে বিচারক, ম্যাজিস্ট্রেটসহ সেবা নিতে আসা সাধারণ মানুষ, আইনজীবী ও কর্মকর্তা-কর্মচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সোমবার (৪ আগস্ট) বিকেলে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের সামনে গিয়ে এমন ভোগান্তির চিত্র দেখা গেছে।
আদালতের প্রবেশমুখের প্রধান ফটকে বৃষ্টির পানি জমে থই থই করছিল। এই পানি পেরিয়েই সেবাপ্রার্থী, কর্মকর্তা-কর্মচারী ও আইনজীবীরা অফিসে যাচ্ছিলেন। অনেকে দুর্ভোগ এড়াতে জেলা প্রশাসকের কার্যালয়ের আম্রকানন চত্বর ঘুরে আদালতে প্রবেশ করেন।
সেবা নিতে আসা কয়েকজন জানান, আদালত একটি জনগুরুত্বপূর্ণ স্থান, যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ আসেন। কিন্তু এমন গুরুত্বপূর্ণ জায়গায় বৃষ্টি হলেই পানি জমে থাকাটা দুঃখজনক।
বালিয়াকান্দি উপজেলা থেকে আসা আইনজীবী অশোক সাহা বলেন, ‘ড্রেনেজ ব্যবস্থা খারাপ হওয়ায় আদালতের ফটকে পানি জমে থাকে। এতে মানুষের ভোগান্তি হয়। পানি নামতে ৬-৭ ঘণ্টার বেশি সময় লাগে। ড্রেন নির্মাণ হলে এই ভোগান্তি দূর হবে।’
রাজবাড়ী গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. জহিরুল ইসলাম বলেন, ‘আগে বৃষ্টির পানি ড্রেন ও আদালতের পেছনের দিক দিয়ে নিষ্কাশন হতো। কিন্তু সেই ড্রেন ভরে যাওয়ায় এখন পানি বের হতে পারছে না। ড্রেন পরিষ্কার করার দায়িত্ব গণপূর্ত বিভাগের নয়, এটা পৌরসভার দায়িত্ব।’
অন্যদিকে, রাজবাড়ী পৌরসভার প্রশাসক মাজহারুল ইসলাম বলেন, ‘সরকারি স্থাপনার রক্ষণাবেক্ষণের দায়িত্ব গণপূর্ত বিভাগের। তবে আমরা পৌরসভায় বরাদ্দ পেলে পানি নিষ্কাশনের জন্য ড্রেন তৈরি করে দেব এবং বিদ্যমান ড্রেনগুলো পরিষ্কার করা হবে।’