Thursday 11 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোট কারচুপি ঠেকাতে ইসির নতুন সিদ্ধান্ত

স্টাফ করেসপন্ডেন্ট
৫ আগস্ট ২০২৫ ০০:২২

ঢাকা: ভোট কারচুপি ঠেকাতে ও কেন্দ্র প্রধানের নিরাপত্তা নিশ্চিতে প্রিসাইডিং অফিসারকে দেহরক্ষী দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ ছাড়া ভোট ব্যবস্থাপনার উন্নয়নে আরও কী পদক্ষেপ নেওয়া যায় মাঠ কর্মকর্তাদের সে প্রস্তাব পাঠাতে বলেছে ইসি।

সোমবার (৪ আগস্ট) ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব (মোহাম্মদ মনির হোসেন এ সংক্রান্ত চিঠি সংশ্লিষ্ট সবাইকে পাঠিয়েছেন।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ৯(১খ) অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার প্রত্যেক ভোটকেন্দ্রের জন্য একজন প্রিসাইডিং অফিসার এবং প্রিসাইডিং অফিসারকে সহায়তা প্রদানের জন্য তদ্বিবেচনায় প্রয়োজনীয় সংখ্যক সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসার নিয়োগ করে থাকেন। নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ভোটকেন্দ্র প্রধান হিসেবে প্রিসাইডিং অফিসারের ক্ষমতায়ন, কর্মপরিধি (দায়িত্ব ও কর্তব্য) ও নিরাপত্তা বিধান অত্যাবশ্যক। ভোটকেন্দ্রে মোতায়েনকৃত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক প্রিসাইডিং অফিসারের নিরাপত্তা ও ভোটকেন্দ্রের নিরাপত্তা বিধানে প্রিসাইডিং অফিসারের নিয়ন্ত্রণ জোরালো করা প্রয়োজন মর্মে নির্বাচন কমিশন সাতটি সুপারিশ করেছেন।

বিজ্ঞাপন

সুপারিশগুলো হলো-

  • প্রিসাইডিং অফিসার ও তার টিম মালামালসহ কেন্দ্রে পৌঁছানোর জন্য যথোপযুক্ত যানবাহনের ব্যবস্থা নিশ্চিত করা।
  • মালামাল গ্রহণ থেকে শুরু করে প্রিসাইডিং অফিসার কর্তৃক ফলাফল নিয়ন্ত্রণ কক্ষে দাখিল করা অবধি ১ জন আনসার/পুলিশ সদস্যকে দেহরক্ষী হিসেবে সুনির্দিষ্টভাবে নিয়োজিত করা।
  • প্রিসাইডিং অফিসারকে সহযোগিতা করার জন্য একজন অফিস সহায়ক নিয়োগ দেওয়া।
  • যতদূর সম্ভব কেন্দ্রের সব মালামাল ও জনবল একইসঙ্গে কেন্দ্রে যাওয়া এবং অবস্থান বাধ্যতামূলক করা।
  • প্রিসাইডিং অফিসার নিজস্ব ব্যবস্থাপনায় যাতে তাদের কেন্দ্রের জনবলের আহারের ব্যবস্থা করেন তা নিশ্চিত করা।
  • গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ৮৯ক অনুচ্ছেদ অনুসরণে প্রিসাইডিং অফিসারদের ক্ষমতায়নের বিষয় বিবেচনা নেওয়া।
  • মোবাইল Apps এর মাধ্যমে রিটার্নিং অফিসার, স্ট্রাইকিং ফোর্স সর্বোপরি নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণ কক্ষে সার্বক্ষণিক যোগাযোগের ব্যবস্থা করা।

সারাবাংলা/এনএল/এইচআই