ঢাকা: আজ মঙ্গলবার ৫ আগস্ট (৩৬ জুলাই) গণঅভ্যুত্থান দিবস। আজকের এই দিনে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করার আয়োজনকে ঘিরে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে দিনব্যাপী রয়েছে বর্ণিল নানা আয়োজন। কিন্তু সকাল থেকে মেঘলা আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ে শুরু করা সম্ভব হয়নি এ আয়োজন।
মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই এই বৃষ্টি, আবার এই রোদ। তাই অনুষ্ঠানের জন্য নির্ধারিত সময় ১১ টা ২০ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়নি।
দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে আয়োজন শুরু হয় সায়মন শিল্পীগোষ্ঠীর পরিবেশনা দিয়ে।

মঙ্গলবার দুপুরে রাজধানীর মানিক মিয়া এভিনিউ – ছবি : সারাবাংলা
সরেজমিনে দেখা যায়, দিনটিকে ঘিরে ছিল সবার আনাগোনা। সময় যত গড়াতে থাকে ঢাকা এবং এর আশেপাশের এলাকা থেকে সবাই অনুষ্ঠানস্থলে আসতে শুরু করে।
উল্লেখ্য, প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন। এ আয়োজনকে কেন্দ্র করে দারুণ সাজে সেজেছে মানিক মিয়া অ্যাভিনিউ।
রাজধানীর মানিক মিয়া এভিনিউতে সংসদ ভবনের উল্টোদিকের সেচ ভবনের উল্টা পাশেই তৈরী করা হয়েছে মঞ্চ। এ মঞ্চ থেকেই আজ বিকেলে পাঠ করা হবে সবার বহুল কাঙ্খিত ‘জুলাই ঘোষণাপত্র’।
আজকের এই অনুষ্ঠানের আয়োজক হিসেবে রয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। অনুষ্ঠান ব্যবস্থাপনায় থাকছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। আর সহযোগিতায় থাকছে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়। জানা গেছে, আজকের এই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ড্রোন শো অনুষ্ঠিত হবে। যা বেলা ১১টায় শুরু হয়ে রাত প্রায় ১২টা পর্যন্ত চলবে।