ঢাকা: ঐতিহাসিক ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ আয়োজনের অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধিদলকে আমন্ত্রণ জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আজ (মঙ্গলবার) বিকেল ৫টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিতব্য এ গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে জামায়াত অংশ নিচ্ছে বলে দলটির ভেরিফায়েড পেজে জানানো হয়েছে।
জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল ঘোষণা পাঠ অনুষ্ঠানে অংশ নেবে। অন্য সদস্যরা হলেন—সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও ডা. হামিদুর রহমান আযাদ।
উল্লেখ্য, সোমবার বিকেলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের অফিসিয়াল পেজে জানানো হয়, ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ঘোষণা পাঠ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দুপুর থেকে দিনব্যাপী সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি বিকেল ৫টায় তিনি ‘ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন।
সর্বস্তরের মানুষকে এতে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে। শিশু, কিশোর, তরুণ, বয়োজ্যেষ্ঠসহ সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এটি একটি সর্বজনীন রাজনৈতিক ও সাংস্কৃতিক উদ্যাপন হয়ে উঠতে যাচ্ছে বলে আশা করা হচ্ছে।