Sunday 31 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাই ঘোষণাপত্র’ অনুষ্ঠানে অংশ নিচ্ছেন এনসিপি’র তিন প্রতিনিধি

স্টাফ করেসপন্ডেন্ট
৫ আগস্ট ২০২৫ ১৫:৫৭

ঢাকা: রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে অনুষ্ঠিতব্য ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ অনুষ্ঠানে তিন সদস্যের একটি প্রতিনিধিদল পাঠাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) । মঙ্গলবার দুপরে দলটির এক শীর্ষ নেতা বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই নেতা বলেন, ‘আমাদের তিনজনের একটি প্রতিনিধিদল এ ঐতিহাসিক ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে যোগ দেবে। যদিও একজন প্রতিনিধি অনুপস্থিত থাকায় সামান্য বিভ্রান্তি তৈরি হয়েছে, তবে এনসিপির পক্ষ থেকে অংশগ্রহণ নিশ্চিত।’

তবে এনসিপি’র প্রতিনিধিদলের সদস্যদের নাম এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

এদিন বিকেল ৫টায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ঐতিহাসিক ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন। এই ঘোষণাপত্রে একটি নতুন বাংলাদেশের রূপরেখা তুলে ধরা হবে বলে রাজনৈতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএন/আরএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর