Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজারে এনসিপির শীর্ষ ৬ নেতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ আগস্ট ২০২৫ ১৬:২০

হোটেল রয়েল টিউলিপ

কক্সবাজার: কক্সবাজারে এসেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ ছয় নেতা। তারা অবস্থান করেছিলেন মেরিন ড্রাইভের উখিয়ার ইনানীস্থ হোটেল রয়েল টিউলিপে।

গুঞ্জন উঠেছে যেখানে আগে থেকে অবস্থান করা যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করতেই এই ৬ নেতার এসেছেন। তবে রাষ্ট্রদূতের সঙ্গে বিষয়টি এখনো পর্যন্ত দায়িত্বশীল সূত্রে নিশ্চিত হওয়া যায়নি।

কক্সবাজার বিমানবন্দরের নিরাপত্তায় নিয়োজিত এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১১ টা ২৫ মিনিটের বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে এনসিপির ৬ নেতা কক্সবাজার আসেন। তারা ভিআইপি লাউন্স ব্যবহার না করে সাধারণ যাত্রীদের গেট দিয়ে বের হয়ে চলে যায়।

বিজ্ঞাপন

এর মধ্যে ৫ জনের নামও নিশ্চিত হওয়া গেছে, তারা হলেন হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, নাসিরুদ্দীন পাটোয়ারী, তাসনিম জারা ও খালেদ সাইফুল্লাহ।

এনসিপির কয়েকজন নেতা কক্সবাজারে আসা সত্যতা স্বীকার করেছেন কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসীম উদ্দিন চৌধুরী।

তিনি জানান, দুপুর ১২ টার পর পর সবাই ইনানীর রয়েল টিউলিপে অবস্থান করছেন। যতটুকু জানা গেছে বেড়ানোর উদ্দেশ্যে তারা কক্সবাজার এসেছেন। যেখানে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাস নেই। বৈঠকের বিষয়টিও সত্য না।

কক্সবাজারের পুলিশ সুপার মো. সাইফউদ্দিন শাহিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, কক্সবাজারের হোটেল রয়েল টিউলিপি যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাস নেই। পুরো হোটেল জুড়ে মাত্র তিনজন বিদেশি চীনা নাগরিক আছেন।

এ বিষয়ে দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারী জানান, এটা গুজব। তারা এখানে ঘুরতে এসেছে।

তবে হোটেল রয়েল টিউলিপে গণমাধ্যম কর্মীদের প্রবেশ করতে দেওয়া হয়নি। যেখানে হোটেলের বাইরে উখিয়া বিএনপির নেতা-কর্মীরা অবস্থান করছেন। তারা বলছেন, ‘রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দিন ৫ আগস্ট বিদেশিদের সঙ্গে গোপন বৈঠক রহস্যজনক। বিষয়টি পরিষ্কার হওয়া জরুরি।’

বিকেলের ফ্লাইটে তাদের ঢাকা চলে যাওয়ার কথা। তবে এখনো নিশ্চিত হওয়া যাচ্ছে না তারা হোটেল থেকে বের হতে পেরেছে কিনা। যদিও অনেকে বলছে তারা পুলিশের গাড়িতে করে কক্সবাজার বিমানবন্দর চলে গেছেন।

সারাবাংলা/এইচআই

এনসিপি কক্সবাজার পিটার হাস

বিজ্ঞাপন

ঢাকার বাতাসে স্বস্তি
১১ আগস্ট ২০২৫ ০৯:৪১

আরো

সম্পর্কিত খবর