Thursday 11 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিকেল গড়াতেই ৩৬ জুলাই উদযাপন অনুষ্ঠানে মানুষের ভিড়

স্টাফ করেসপন্ডেন্ট
৫ আগস্ট ২০২৫ ১৬:৩০

সময় বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও পুরো এলাকাজুড়ে মানুষের ঢল। ছবি: সারাবাংলা

ঢাকা: রাজধানীর মনিক মিয়া এভিনিউতে উদযাপন করা হচ্ছে ৩৬ জুলাই উদযাপন অনুষ্ঠান। আর বিকেল গড়াতেই এই অনুষ্ঠানে শিশু নারী পুরুষ সহ সব শ্রেণীর মানুষের ভিড় বাড়ছে।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৩টার দিকে মনিকমিয়া এভিনিউতে এমনই চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, ৩৬ জুলাই উদযাপন অনুষ্ঠান সকাল থেকে শুরু হলেও বৃষ্টির কারণে উপস্থিতি কম ছিল। বৃষ্টি কমার পর দুপুর আড়াইটার পর থেকেই বাড়তে থাকে সাধারণ মানুষের উপস্থিতি। ৫ আগস্ট নতুন এক বিজয়কে ধারণ করে শিশু নারী পুরুষ সহ সব শ্রেণীর মানুষের উপস্থিতি চোখে পড়েছে।

যাত্রাবাড়ী থেকে জুলাই উদযাপন অনুষ্ঠানে আসা মরিয়ম আক্তার বলেন, ২৪ এর আজকের এই দিনে আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি। আমরা জুলুম শোষণ থেকে মুক্তি পেয়েছি। স্বৈরাচার পালিয়েছে। তাই এই দিনটাকে উদযাপন করতে আমি ছুটে এসেছি।

বিজ্ঞাপন

মিরপুর থেকে পরিবার নিয়ে এসেছেন নাবিল আহমেদ। তিনি বলেন, আমরা এখন মুক্ত স্বাধীন। ১৬ বছর আমরা প্রাণ খুলে কথা বলতে পারিনি। ৭১ দেখিনি কিন্তু ২৪ এ স্বৈরাচারের পতন দেখেছি। তাই এই দিনটাকে সাক্ষী করে রাখতে পরিবার নিয়ে চলে এসেছি।

বাড্ডা থেকে আসা মনিরুজ্জামান বলেন, জুলাই উদযাপন অনুষ্ঠানে এসে খুব ভালো লাগছে। স্বৈরাচারের পতনের দিনটি আমরা উদযাপন করছি খুবই ভালো লাগছে।

এদিকে, আজ ৫ আগস্ট গণভ্যুথান দিবস উপলক্ষে বিকেল ৫টার দিকে জুলাই ঘোষণাপত্র পাঠ করার কথা রয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের।

দিনব্যাপী এই আয়োজনে একে একে গান পরিবেশন করছে দেশের জনপ্রিয় শিল্পী, ব্যান্ড ও বিভিন্ন শিল্পীগোষ্ঠী। সাইমুম শিল্পী গোষ্ঠীর পরিবেশনার পর্যায়ক্রমে কলরব শিল্পীগোষ্ঠী, নাহিদের পরিবেশনা, তাশফির গান, চিটাগাং হিপহপ হুড, সেজান, শূন্য, ফ্যাসিস্টের পলায়ন উদযাপন, সায়ান, ইথুন বাবু ও মৌসুমি, সোলস, ওয়ারফেজ এর পরিবেশনা করা হচ্ছে। এ অনুষ্ঠান চলবে রাত ৮টা পর্যন্ত।

সারাবাংলা/এমএইচ/আরএস