Thursday 11 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জুলাই ঘোষণাপত্র’ অনুষ্ঠানে যোগ দিতে রওনা দিয়েছে বিএনপি নেতারা

স্টাফ করেসপন্ডেন্ট
৫ আগস্ট ২০২৫ ১৬:৩৪

বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি। ফাইল ছবি

ঢাকা: ঐতিহাসিক ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে আয়োজিত ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ অনুষ্ঠানে অংশ নিতে গুলশান চেয়ারপার্সন কার্যালয় থেকে রওনা হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারা।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৩টা ৪০ মিনিটে তারা গুলশান কার্যালয় ত্যাগ করেন। অনুষ্ঠানটি রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের সামনে বিকেল ৫টায় শুরু হওয়ার কথা রয়েছে।

অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ঘোষণাপত্র পাঠ করবেন। এতে বিভিন্ন রাজনৈতিক দল, নাগরিক সমাজ, ছাত্র ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এফএন/এইচআই