Thursday 11 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষ্যে বুধবার বিজয় র‌্যালি করবে বিএনপি

স্টাফ করেসপন্ডেন্ট
৫ আগস্ট ২০২৫ ১৬:৪৪

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ছবি: সংগৃহীত

ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষ্যে বুধবার (৬ আগস্ট) দেশব্যাপী ‘বিজয় র‌্যালি’ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

মঙ্গলবার (৫ আগস্ট) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।

সংবা বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বছরের ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার ঐতিহাসিক বিজয়ের স্মরণে এই র‌্যালির আয়োজন করা হয়েছে। একইসাথে, চলমান গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতায় এই কর্মসূচিকে ‘জাতীয় বিজয় উদযাপন’-এর অংশ হিসেবে দেখা হচ্ছে।

ঢাকায় কেন্দ্রীয় কর্মসূচি অনুষ্ঠিত হবে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে। র‌্যালিটি শুরু হবে বুধবার দুপুর ২টায়। এতে ঢাকা বিভাগের অন্তর্গত বিভিন্ন জেলা ও মহানগরের নেতাকর্মীরা অংশ নেবেন, এদের মধ্যে রয়েছেন:

বিজ্ঞাপন

টাঙ্গাইল
মানিকগঞ্জ
মুন্সিগঞ্জ
ঢাকা জেলা
ঢাকা মহানগর উত্তর
ঢাকা মহানগর দক্ষিণ
গাজীপুর
গাজীপুর মহানগর
নরসিংদী
নারায়ণগঞ্জ জেলা ও মহানগর নেতারা

সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থেকে বিজয় র‌্যালিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

সারাবাংলা/এফএন/আরএস