Wednesday 13 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানিক মিয়ায় গ্যাস বেলুন বিস্ফোরণ, দগ্ধ ১১

স্টাফ করেসপন্ডেন্ট
৫ আগস্ট ২০২৫ ১৬:৫৭ | আপডেট: ৫ আগস্ট ২০২৫ ২০:৩৯

মানিক মিয়ায় গ্যাস বেলুন বিস্ফোরণ হয়ে দুর্ঘটনা ঘটেছে। ছবি: সারাবাংলা

ঢাকা: রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে গ্যাস বেলুন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১১ জন দগ্ধ হয়েছেন। তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর ২টার দিকে এই ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন— মনসুর ইসলাম (৩৭), আব্দুর রহমান মিশু (২৩), আশিক হোসেন আকাশ (২১), হাবিবুল্লাহ হাবিব (২৩), মেহরাজ হোসেন পলাশ (২১), মাহমুদুল হাসান রাহাত (২০), মাজহারুল ইসলাম (২৩), বেল্লাল হোসেন (৪৫), শরিফুল ইসলাম নয়ন (৩২), ইয়াছিন আরাফাত (১৭) ও আব্দুল্লাহ আল মিহাদ (১৭)।

নিজেদের মধ্যে বেলুন টানাটানি করার একপর্যায়ে বিস্ফোরণ ঘটে। ছবি: সারাবাংলা

দগ্ধরা জানান, গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে মানিক মিয়া এভিনিউতে আয়োজিত অনুষ্ঠানে গিয়েছিলেন তারা। এ সময় শোভাবর্ধনের জন্য সেখানে অনেক বেলুন ফোলানো ছিল। সেগুলো উপস্থিত সবার হাতে হাতে দেওয়া হচ্ছিল। একদল সেগুলো টানাটানি শুরু করে নিজের কাছে নেওয়ার চেষ্টা করে। তখনই ঘটে বিস্ফোরণ। ঝলসে যায় আশপাশের অন্তত ১১ জন।

বিজ্ঞাপন

গ্যাস বেলুন বিস্ফোরণ।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, দুপুরে মানিক মিয়া এভিনিউ থেকে দগ্ধ ১১ জন বার্ন ইনস্টিটিউটে এসেছেন। তাদের সবার হাত ও মুখ সামান্য দগ্ধ হয়েছে। তবে তাদের কারও অবস্থা গুরুতর নয়। সবাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

সারাবাংলা/এসএসআর/এইচআই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর