Thursday 11 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিবির নেতা সাদিক কায়েম-কে বুকে টেনে নিলেন ছাত্রদল সভাপতি

স্টাফ করেসপন্ডেন্ট
৫ আগস্ট ২০২৫ ১৮:০৫

ঢাকা: ঐতিহাসিক ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ অনুষ্ঠানে আবেগঘন এক দৃশ্যের জন্ম দিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

অনুষ্ঠানে অংশ নিতে আসা জুলাই অভ্যুত্থানে আন্দোলনের সাহসী মুখ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েমকে সামনে পেয়ে বুকে জড়িয়ে ধরেন রাকিব। দুই নেতা তখন ছিলেন হাস্যজ্জ্বল। তাদের উষ্ণ আলিঙ্গন আর প্রাণবন্ত অভিব্যক্তি রাজনৈতিক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠে আসে।

ঘটনাস্থলে উপস্থিত অনেকে বলেন, এটি ছিল সাহস আর সম্মিলিত স্বপ্নের মিলন মুহূর্ত- যেখানে নেতৃত্ব মেলবন্ধন দৃশ্যমান হলো এক স্মরণীয় আলিঙ্গনে।

বিজ্ঞাপন

রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে অর্জিত এ ঐক্য ও সম্মিলনই হতে পারে আগামী দিনের নতুন বাংলাদেশের ভিত্তি।

সারাবাংলা/এফএন/আরএস